Student Suicide: একাদশ-দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হতেই পরপর ৯ পড়ুয়ার আত্নহত্যা, পিছনে কারণটা ভয়ঙ্কর

Andhra Pradesh: বিশাখাপত্তনম জেলার ত্রিনাধাপুরমের এক ১৬ বছরের কিশোরীও পরীক্ষায় কয়েকটি বিষয়ে উত্তীর্ণ হতে না পারায় আত্মহত্যা করেছে। ওই জেলারই কাঁচড়াপালেমে ১৮ বছরের এক কিশোর দ্বাদশ শ্রেণির পড়ুয়া একটি বিষয়ে অনুত্তীর্ণ হওয়ায় আত্মহত্যা করে।

Student Suicide: একাদশ-দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হতেই পরপর ৯ পড়ুয়ার আত্নহত্যা, পিছনে কারণটা ভয়ঙ্কর
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 1:10 PM

হায়দরাবাদ: পরীক্ষার রেজাল্ট বের হতেই একের পর এক আত্মহত্যা (Suicide)। একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের পরই অন্ধ্র প্রদেশের পরপর নয়জন পড়ুয়ার আত্মহত্যার খবর মিলল। জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশ বোর্ড অব ইন্টারমিডিয়েট এগজামিনেশনের (Andhra Pradesh Board of Intermediate Examination) ফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্য়েই কমপক্ষে ৯ জন পড়ুয়া আত্মহত্যা করেছেন। আরও দুই পড়ুয়া আত্মহত্যার চেষ্টা  (Attempt to Suicide) করেছিল বলে জানা গিয়েছে।

গত বুধবারই অন্ধ্র প্রদেশ বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হয়। মোট ১০ লক্ষ পড়ুয়া এবার পরীক্ষায় বসেছিল বলে জানা গিয়েছে। বুধবার ফল প্রকাশের পর দেখা যায়, একাদশ শ্রেণিতে পড়ুয়াদের পাশের হার ৬১ শতাংশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়ুয়াদের পাশের হার ৭২ শতাংশ।

জানা গিয়েছে, পরীক্ষায় ফল প্রকাশের পরই অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার গোপালপুরম গ্রামের বাসিন্দা ১৭ বছরের এক কিশোর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। জানা গিয়েছে, ওই কিশোর পরীক্ষায় একাধিক বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি। বাড়িতে জানতে পারলে বকাবকি করবে, এই ভেবেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে কিশোর।

অন্যদিকে, বিশাখাপত্তনম জেলার ত্রিনাধাপুরমের এক ১৬ বছরের কিশোরীও পরীক্ষায় কয়েকটি বিষয়ে উত্তীর্ণ হতে না পারায় আত্মহত্যা করেছে। ওই জেলারই কাঁচড়াপালেমে ১৮ বছরের এক কিশোর দ্বাদশ শ্রেণির পড়ুয়া একটি বিষয়ে অনুত্তীর্ণ হওয়ায় আত্মহত্যা করে।

অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলাতেও ১৭ বছরের এক কিশোরী ঝিলে ঝাঁপ দিয়ে ও ১৭ বছরের এক কিশোর কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায়। আনাকাপাল্লীতে ১৭ বছরের এক কিশোরও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

প্রসঙ্গত, সম্প্রতিই দেশের অন্যতম নামী কলেজ ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির বিভিন্ন ক্যাম্পাস মিলিয়ে মোট চারজন পড়ুয়া আত্মহত্যা করে। গত ফেব্রুয়ারি মাসেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পড়ুয়াদের আত্মহত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কেন পড়ুয়ারা আত্মহত্যা করছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভিতরে কোনও সমস্যা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার অনুরোধ করেন।