Sukanya Mondal: কোম্পানি আর সম্পত্তিতে তাঁর নাম রেখে ফাঁসানো হয়েছে, হাউহাউ করে কেঁদে বললেন কেষ্ট-কন্যা
Sukanya Mondal: গরুপাচার মামলায় বুধবার গ্রেফতার হন কেষ্ট-কন্যা। বৃহস্পতিবার তাঁকে পেশ করা হয় দিল্লির রাউস এভিনিউ কোর্টে। বিচারক তাঁকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। আগামিকাল ফেল তাঁকে পেশ করা হবে আদালতে।
দিল্লি: ইডি-র (ED) জেরার মুখে হাউহাউ করে কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। সূত্রের খবর, বাবার কথা জিজ্ঞাসা করে ইডি অফিসারদের সামনে কেঁদে ফেলেন তিনি। বারবার বলতে থাকেন তিনি মানসিক ভাবে ঠিক নেই। তাঁকে ফাঁসানো হচ্ছে। গরুপাচার মামলায় বুধবার গ্রেফতার হন কেষ্ট-কন্যা। বৃহস্পতিবার তাঁকে পেশ করা হয় দিল্লির রাউস এভিনিউ কোর্টে। বিচারক তাঁকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। আগামিকাল ফের তাঁকে পেশ করা হবে আদালতে।
ইডি সূত্রে খবর, শুক্রবার জেরা চলাকালীন বারবার কেঁদে ফেলছেন সুকন্যা। একপ্রকার হাউহাউ করে কাঁদছেন তিনি। গোয়েন্দাদের কাছে বারংবার বাবা অনুব্রত মণ্ডলের কেমন আছে তা জানতে চাইছেন। জানা গিয়েছে, গতকাল ঠিকমতো খাবারও খাননি কেষ্ট-কন্যা। জেরায় গোয়েন্দাদের মুখোমুখি হয়ে তিনি বারংবার বলেছেন, হেফাজতে তাঁর একা-একা ভাল লাগছে না। মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, সুকন্যা বারবার দাবি করেছেন তাঁকে ফাঁসানো হচ্ছে। গরুপাচারকাণ্ডে তাঁর নামে কোম্পানি ও সম্পত্তি রাখা হয়েছে। সেই বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি কিছুই করেননি। ইডি জেরার মুখে একই কথা বলে চলেছেন কেষ্ট কন্যা।
প্রসঙ্গত,বুধবার দুপুর ১২টার পরে প্রবর্তন ভবনে ইডির অফিসে পৌঁছন কেষ্টকন্যা। এদিন দফায় দফায় সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেন ইডির গোয়েন্দারা। বার বার হাজিরা এড়ানো সুকন্যার জন্য চোখা চোখা প্রশ্ন আগেই সাজিয়ে রেখেছিলেন তদন্তকারী অফিসাররা। এদিন ইডির জিজ্ঞাসাবাদের সময়ে বেশ কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অনুব্রত কন্যা। সূত্রের খবর, কখনও তিনি বলেন শারীরিক অবস্থা ঠিক নেই, আবার কখনও বলেন জানি না।
ওই দিন সুকন্যাকে জামা কাপড় পৌঁছে দিতে ইডি অফিসে পৌঁছন সুকন্যার বান্ধবী সুতপা পাল। দীর্ঘদিনের সঙ্গীর গ্রেফতারের পর ভেঙে পড়েন তিনিও। বারংবার বলতে থাকেন “আমাকেও গ্রেফতার করে নিক। তাহলে অন্তত একসঙ্গে থাকতে পারব।”