Pak link in Atiq Ahmned murder: তুরস্কের জিগানা পিস্তল থেকে আতিককে গুলি; কী এর বিশেষত্ব, পাকিস্তানের সঙ্গে যোগ কোথায়?

অত্যাধুনিক সেমি-স্বয়ংক্রিয় এই পিস্তলটির নাম, জিগানা পিস্তল (Zigana Pistol)। এটি ভারতে নিষিদ্ধ।

Pak link in Atiq Ahmned murder: তুরস্কের জিগানা পিস্তল থেকে আতিককে গুলি; কী এর বিশেষত্ব, পাকিস্তানের সঙ্গে যোগ কোথায়?
আতিক আহমেদ খুনে ব্যবহৃত হয়েছে জিগানা পিস্তল।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 8:11 PM

প্রয়াগরাজ: গ্যাংস্টার আতিক আহমেদ (Gangster Atiq Ahmed) খুনে এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মিলল তুরস্ক (Turkey) ও পাকিস্তান (Pakistan) যোগ! অন্তত প্রাথমিক তদন্তে এমনই উঠে এসেছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরফ আহমেদকে (Ashraf Ahmed) যে পিস্তল দিয়ে খুন করা হয়েছে, সেটি তুরস্কে তৈরি এবং এটির সঙ্গে পাকিস্তানেরও যোগ রয়েছে। অত্যাধুনিক সেমি-স্বয়ংক্রিয় (Semi Automatic) এই পিস্তলটির নাম, জিগানা পিস্তল (Zigana Pistol)। এটি ভারতে নিষিদ্ধ।

জিগানা পিস্তলের বিশেষত্ব কী? জানা গিয়েছে, সেমি-স্বয়ংক্রিয় জিগানা পিস্তলটি তুরস্কের সংস্থা TISAS-এ নির্মিত। ২০০১ সাল থেকে এই পিস্তল নির্মাণ শুরু হয় এবং তুরস্কের নিজস্ব নকশায় নির্মিত এটাই প্রথম পিস্তল। ১২৬ এমএম (৫ ইঞ্চি) ব্যারেলের এই পিস্তলটি সেমি স্বয়ংক্রিয় এবং এটি থেকে একসঙ্গে ১৫-১৭ রাউন্ড গুলি চালানো যায়। বর্তমানে এটি মালয়েশিয়া, আজারবাইজান এবং ফিলিপিন্সের সেনাবাহিনী ব্যবহার করে। এটির দাম ভারতীয় মুদ্রায় ৬-৭ লক্ষ টাকা। ভারতে অবশ্য এই পিস্তলটি নিষিদ্ধ। ফলে বিদেশ থেকে নিয়ে আসায় এটি বেআইনি।

জিগানা পিস্তল ভারতে কী ভাবে এল?

তুরস্কে নির্মিত জিগানা পিস্তলটি পাকিস্তানের মাধ্যমে ভারতে নিয়ে আসা হয়েছে। ড্রোনে করেই পিস্তলটি ভারতে নিয়ে আসা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। যদিও তুর্কি সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের স্থানীয় দোকানে জিগানা মডেলের পিস্তল তৈরি করা ও বিক্রি করা বেআইনি। তবে তুরস্কের জিগানা পিস্তলের মডেলেই অবিকলভাবে পাকিস্তানে এই মডেলের পিস্তল তৈরি হয় এবং খুব কম দামে বিক্রি হয়।

জিগানা পিস্তল কেন পছন্দ? জিগানা পিএক্স-৯ মডেলের পিস্তলটি তুলনামূলক সস্তা এবং ভরসাযোগ্য বলে রিপোর্টে উঠে এসেছে। গ্যাংস্টার আতিক আহমেদ, আশরফ আহমেদের আগে পঞ্জাবি গায়ক সিধু মুসাওয়ালা খুনেও এই পিস্তল ব্যবহার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত, আতিক আহমেদ খুনের ঘটনায় শনিবার রাতেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল, ২২ বছরের লাভলিশ তিওয়ারি, ২৩ বছরের সানি এবং ১৮ বছরের অরুণ মৌর্য। ধৃতদের কাছ থেকেই জিগানা পিস্তল উদ্ধার করেছে পুলিশ।