Atiq Ahmed last rites: আতিক খুনের তদন্তে বিশেষ কমিটি গঠন যোগী সরকারের, দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

ময়নাতদন্তের পরই আতিক ও আশরফের দেহ দুটি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিন রাতেই কেশরী মাসারিতে তাঁদের শেষকৃত্য করা হবে।

Atiq Ahmed last rites: আতিক খুনের তদন্তে বিশেষ কমিটি গঠন যোগী সরকারের, দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 9:46 PM

লখনউ: গ্যাংস্টার আতিক আহমেদ (Gangster Atiq Ahmed) ও তাঁর ভাই আশরফ আহমেদ খুনের (Ashraf Ahmed) কিছুক্ষণের মধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। এবার এই খুনের তদন্তে বিশেষ কমিটি গড়ল যোগী সরকার। আতিক ও আশরফ আহমেদ খুনের ঘটনায় ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী দু-মাসের মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আতিক আহমেদ খুনের ২৪ ঘণ্টার মধ্যেই রবিবার তিন সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরবিন্দ কুমার ত্রিপাঠীর নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত আইপিসি অফিসার সুবেশ কুমার সিং এবং অবসরপ্রাপ্ত জেলা বিচারপতি ব্রিজেশ কুমার সোনি। আগামী দু-মাসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অন্যদিকে, এদিন সন্ধ্যাতেই আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পরই আতিক ও আশরফের দেহ দুটি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিন রাতেই কেশরী মাসারিতে, ছেলের সমাধিস্থলের কাছেই আতিক ও তাঁর ভাইয়ের শেষকৃত্য করা হয়।

অন্যদিকে, আতিক আহমেদ ও আশরফ আহমেদ খুনের পর, শনিবার রাতেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল, ২২ বছরের লাভলিশ তিওয়ারি, ২৩ বছরের সানি এবং ১৮ বছরের অরুণ মৌর্য। ধৃতদের কাছ থেকেই জিগানা পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এরপর এদিন সকালে তাদের আদালতে তুলে ৩ জনকেই নিজেদের হেফাজতে নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। তাদের ১৪ দিন পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।