Hilsha: ইউনূস সরকার ইলিশ পাঠাবে, বাংলাদেশ থেকে এল চিঠি

Hilsha:গত ৯ তারিখ বাংলাদেশ সরকারকে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ পাঠানো নিয়ে চিঠি লেখে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক থেকে যে চিঠি এসেছে, সেখানে তার প্রাপ্তি স্বীকার করা হয়েছে। তাতে লেখা হয়েছে, 'আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণসাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হল।'

Hilsha: ইউনূস সরকার ইলিশ পাঠাবে, বাংলাদেশ থেকে এল চিঠি
বাংলাদেশ থেকে আসছে ইলিশ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2024 | 4:39 PM

নয়া দিল্লি: দুর্গাপুজোয় প্রতি বছরই বাংলাদেশ থেকে ভারতে আসে পদ্মার ইলিশ। উপহার হিসাবে সেই ইলিশ পাঠায় বাংলাদেশ সরকার। শেখ হাসিনার সরকারের সময়ে নিয়ম করে পুজোয় ইলিশ এলেও এ বছর তা আদৌ আসবে কি না, তা নিয়ে ধন্দ ছিল বাংলার মৎস্য ব্যবসায়ী সংগঠনগুলির। অবশেষে এল চিঠি। দুর্গাপুজো উপলক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ ভারতকে দেওয়ার সিদ্ধান্ত নিল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।

গত ৯ তারিখ বাংলাদেশ সরকারকে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ পাঠানো নিয়ে চিঠি লেখে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক থেকে যে চিঠি এসেছে, সেখানে তার প্রাপ্তি স্বীকার করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণসাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হল।’

পদ্মার ইলিশের আলাদাই খ্যাতি। যেমন রূপ, তেমন তার স্বাদ। একটা সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আসার ক্ষেত্রে তেমন কোনও বিধিনিষেধ ছিল না। প্রতি বছরই বর্ষার এলে বাংলাদেশের ইলিশ পড়ত এপার বাংলার পাতে। ২০১২ সাল থেকে সে ছবিতে বদল আসে।

সেই সময় বাংলাদেশের মসনদে হাসিনা সরকার। ভারতে ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি হয়। আসতে আসতে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ রফতানি বন্ধই হয়ে যায়। তবে ২০১৮ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির পর আবারও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ইলিশ পাঠাতে রাজি হন।

ঠিক হয় ফি বছর দুর্গাপুজোর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার এক মাসের জন্য ৫০০০ মেট্রিক টন ইলিশ রফতানি করবে। চলতি বছর বাংলাদেশের রাজনৈতিক পালাবদল, অন্তর্বর্তী সরকারের হাতে দেশের শাসন যাওয়ার পর ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনও নিশ্চিত ছিল না, এবার ইলিশ আসবে কি না। অবশেষে ইউনূস-সরকার চিঠি দিয়ে জানাল ইলিশ পাঠাবে তারা। তবে এদেশের যে সমস্ত ব্যবসায়ীরা আগে মাছ আমদানির জন্য আবেদন করেছিলেন, তাঁদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। নতুন করে যাঁরা আবেদন করতে চান, তাঁদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।