Bank Holidays: ডিসেম্বরে অর্ধেকেরও বেশি দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক! কোন কোন দিন খোলা জেনে নিন আগেভাগেই

Nov 28, 2024 | 4:31 PM

Bank Holidays: এছাড়াও রাজ্য বিশেষে নানা কারণে আরও ১০ দিন ছুটি থাকছে। আর কোন কোন দিন ছুটি থাকছে?

Bank Holidays: ডিসেম্বরে অর্ধেকেরও বেশি দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক! কোন কোন দিন খোলা জেনে নিন আগেভাগেই
Image Credit source: Mint

Follow Us

নভেম্বর মাস প্রায় শেষ। ডিসেম্বর পড়ল বলে। ডিসেম্বর মানেই বছর শেষের আনন্দ, ক্রিসমাসের ছুটি। ছুটি কিন্তু কেবল আপনার নয়। ক্যালেন্ডার বলছে ৩১ দিনের মধ্যে ডিসেম্বর মাসে ১৭ দিন ছুটি থাকবে। তাই আগে ভাগে জেনে নিন কবে কবে খোলা থাকছে ব্যাঙ্ক। কবেই বা বন্ধ?

ডিসেম্বরে রাজ্য-নির্দিষ্ট ছুটি এবং সাপ্তাহিক ছুটি সহ ১৭টি ছুটি থাকছে ব্যাঙ্কগুলিতে। তার মধ্যে রয়েছে দুটি শনিবার ১৪ ও ২৮ ডিসেম্বর। পাঁচটি রবিবার ১, ৮, ১৫, ২২ এবং ২৯ ডিসেম্বর। এছাড়াও রাজ্য বিশেষে নানা কারণে আরও ১০ দিন ছুটি থাকছে। আর কোন কোন দিন ছুটি থাকছে?

৩ ডিসেম্বর মঙ্গলবার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসবের জন্য গোয়াতে ছুটি বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার মেঘালয়ে পা-টোগান নেংমিঞ্জা সাংমা দিবস উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ ডিসেম্বর বুধবার চণ্ডীগড়ে গুরু ঘাসীদাস জয়ন্তী উপলক্ষ্যে ছুটি থাকবে। এই দিন মেঘালয়ে ইউ সো সো থামের মৃত্যুবার্ষিকীর কারণে মেঘালয়ে ছুটি থাকবে।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার গোয়া মুক্তি দিবস উপলক্ষ্যে গোয়াতে সরকারী ছুটি থাকবে।

২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে বড়দিনের আগের দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। ওই দিন গুরু তেগ বাহাদুরের শাহাদত দিবসের কারণে পঞ্জাব এবং চণ্ডীগড়ে ছুটি থাকবে।

২৫ ডিসেম্বর ২০২৪ বুধবার ভারত জুড়ে বড়দিনের ছুটি দিন থাকবে।

৩০ ডিসেম্বর সোমবার সিকিমে তমু লোসার পালন করার জন্য এবং মেঘালয়ে উ কিয়াং নাংবাহ দিবস পালন করার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার মিজোরামে নববর্ষের আগের দিন ছুটি থাকবে।

Next Article