Maoist Attack in Chhatisgarh: দান্তেওয়াড়ায় হামলায় জড়িত মাওবাদীদের ধরিয়ে দিতে নগদ পুরস্কার ঘোষণা পুলিশের

Maoist Attack in Chhatisgarh: গত ২৬ এপ্রিল অরণপুরে একটি মাওবাদী অভিযান সেরে ফেরার পথে বিস্ফোরণ ঘটে পুলিশের গাড়িতে। ১০ জন ডিআরজি পুলিশ ও গাড়ির চালক এই মাওবাদী হামলায় মারা যান।

Maoist Attack in Chhatisgarh: দান্তেওয়াড়ায় হামলায় জড়িত মাওবাদীদের ধরিয়ে দিতে নগদ পুরস্কার ঘোষণা পুলিশের
Image Credit source: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 1:38 PM

দান্তেওয়াড়া: চলতি সপ্তাহেই ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় ভয়াবহ মাওবাদী হামলা হয়। আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জন পুলিশ কর্মী সহ ১১ জনের। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এই বিস্ফোরণের পরই স্পষ্ট বার্তা দিয়েছিলেন এই দোষ করে পার পাবে না মাওবাদীরা। আগামী দিনে মাওবাদী দমন অভিযান আরও জোরদার হবে, জানিয়ে দিয়েছিলেন তিনি। তাঁর কথামতোই এই বিস্ফোরণের মূলচক্রীদের ধরতে উদ্যত বাস্তার পুলিশ। তদন্তে নেমে অরণপুর বিস্ফোরণের মূলচক্রীর ছবি প্রকাশ্যে এনেছে তারা। এই বিস্ফোরণের সঙ্গে জড়িত মাওবাদীদের খোঁজ দিতে পারলে নগদ পুরস্কারও ঘোষণা করেছে বাস্তার পুলিশ।

গত ২৬ এপ্রিল অরণপুরে একটি মাওবাদী অভিযান সেরে ফেরার পথে বিস্ফোরণ ঘটে পুলিশের গাড়িতে। ১০ জন ডিআরজি পুলিশ ও গাড়ির চালক এই মাওবাদী হামলায় মারা যান। পুলিশ জানায় এই হামলার মূলচক্রী ছিল জগদীশ। এক পুলিশ আধিকারিক জানান, “তদন্তে জানা গিয়েছে মাওবাদী ক্যাডার জগদীশ দান্তেওয়াড়ায় আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল।” এদিকে জগদীশের স্ত্রী হেমলা সুকমার বাসিন্দা। এখন সে মাওবাদী সংগঠনের দর্ভ ডিভিশনের ডাক্তারের দলের কমান্ডার। ওই পুলিশ আধিকারিক বলেন, “জগদীশের শ্বশুর বিনোদ হেমলা কাঙ্গের ঘাটি এরিয়া কমিটির ইনচার্জ হিসাবে এখন সক্রিয়।” তিনি আরও জানানা, গোয়েন্দা সূত্রে খবর, এই হামলায় দর্ভ ডিভিশনের সিপিআই(মাওবাদী) যুক্ত থাকতে পারে।

বাস্তার পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চৈতু, দেবা, মাংতু, রানসাই, জয়লাল, বামন, কিছু, রাকেশ, ভীমা এবং অন্যান্যদের বিরুদ্ধে অস্ত্র আইন, ইউএপিএ আইন এবং অন্যান্য আইনে ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩০২ ধারায় মামলা দায়ের করেছে। এদিকে এই মাওবাদী ক্যাডারদের জন্য নগদ পুরস্কারও ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। পুলিশ আধিকারিক বলেন, “গোয়েন্দা তথ্য অনুসারে,প্রযুক্তিগত প্রমাণ সহ জগদীশকে বিস্ফোরণস্থলের কাছে দেখা গিয়েছিল এবং বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র সে করেছিল।”