Bhiwandi building collapse: বাড়ি ভাঙার ২১ ঘণ্টা পরও চলছে উদ্ধারকাজ, মৃত ৪, ধ্বংসস্তূপে এখনও আটকে ৭ জন
Maharashtra: দুর্ঘটনা ঘটার ১৮ ঘণ্টা পরও ৩৮ বছরের এক ব্যক্তিকে উদ্ধার করেছে এনডিআরএফ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ৭ জন এখনও ভগ্নবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন। তিন তলা বাড়ি ভাঙার ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।
ঠাণে: মহারাষ্ট্রের ঠাণের ভিয়ান্ডি শহরে শনিবার দুপুরেই ভেঙে পড়ে একটি তিনতলা তিনতলা বাড়ি। এর জেরে ২০ জনেরও বেশি আটকে পড়েছিলেন সেখানে। সেই ঘটনার ২১ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও সেখানে চলছে উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সে রাজ্যের উদ্ধারকারী দলের সদস্যরা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এখনও অবধি ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা ঘটার ১৮ ঘণ্টা পরও ৩৮ বছরের এক ব্যক্তিকে উদ্ধার করেছে এনডিআরএফ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ৭ জন এখনও ভগ্নবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন। তিন তলা বাড়ি ভাঙার ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। ঘটনায় আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।
#WATCH | Bhiwandi building collapse update | A man rescued by NDRF and TDRF after more than 20 hours.
(Source: Thane Municipal Corporation) pic.twitter.com/QWEwZMMUYY
— ANI (@ANI) April 30, 2023
রবিবার সকালে উদ্ধার হওয়া ব্যক্তির নাম সুনীল পিসা। রবিবার সকাল ৮টা নাগাদ তাঁকে উদ্ধার করেছে এনডিআরএফ-এর সদস্যরা। ধ্বংসস্তূপের মধ্যে আটকে ছিলেন তিনি। তা সরিয়ে উদ্ধার করা হয়েছে সুনীলকে। ভিয়ান্ডিকে বহুতল ভাঙার ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন নাবালিকাও রয়েছে। ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। ইন্দিরা গান্ধী হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেছেন তিনি। চিকিৎসার খরচ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
ভিয়ান্ডির ভালপাড়া এলাকার এই বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটে শনিবার পৌনে ২টো নাগাদ। এখনও সেখানে চলছে উদ্ধারকাজ।