Viral Review: একেই বলে ‘সততার প্রতীক’! নিজের অটোয় লেখা, ‘কাচড়া গাড়ি, একদম কিনবেন না’
Auto Rickshaw: অটো ড্রাইভার নিজেই খারাপ রিভিউ দিয়ে রেখেছেন অটোয়। তাও আবার অনলাইন প্ল্যাটফর্মে নয়, বড় বড় হরফে অটোর পিছনে লিখে রেখেছেন, "খুব খারাপ গাড়ি, একদম কিনবেন না"। শুধু ইংরেজিতেই নয়, কন্নড় ভাষাতেও গাড়ির রিভিউ লিখেছেন তিনি। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, "জঞ্জাল গাড়ি, একদম কিনবেন না।"
বেঙ্গালুরু: আধুনিক প্রযুক্তির যুগে অনলাইনেই কেনাবেচা চলে সমস্ত কিছুর। তবে জিনিস কেনার আগে যেহেতু তা কেবল ছবিতেই দেখা যাচ্ছে, তাই পণ্যের একমাত্র গ্যারান্টি হয় রিভিউ। ভাল হোক বা মন্দ, ই-কমার্স সাইট(E-Commerce Site)-গুলিতে পণ্যটির রিভিউ (Review) দেখেই কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল অভিনব এক রিভিউ, যেখানে পণ্যের গায়েই লেখা “খুব খারাপ, একদম কিনবেন না”!
নিত্যদিন অভিনবত্বের নানা উদাহরণ দেখা যায় বেঙ্গালুরুতে। আর বেঙ্গালুরুবাসীর বিশেষত্বই হল, সাধারণ জীবনে অভিনব বিষয়কে মিশিয়ে দেওয়া। তারই উদাহরণ দেখা গেল বেঙ্গালুরুর এক অটো-রিক্সায়। অটো ড্রাইভার নিজেই খারাপ রিভিউ দিয়ে রেখেছেন অটোয়। তাও আবার অনলাইন প্ল্যাটফর্মে নয়, বড় বড় হরফে অটোর পিছনে লিখে রেখেছেন, “খুব খারাপ গাড়ি, একদম কিনবেন না”। শুধু ইংরেজিতেই নয়, কন্নড় ভাষাতেও গাড়ির রিভিউ লিখেছেন তিনি। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, “জঞ্জাল গাড়ি, একদম কিনবেন না।”
What an innovative way to tell others not to buy a bad product! Just #NammaBengaluru things. pic.twitter.com/JaIVYIwEnb
— Ashish Krupakar (@followdcounsel) October 27, 2023
এক্স হ্যান্ডেলে এক ব্যবহারকারী ওই অটোর ছবি পোস্ট করেন। রাতারাতি তা ভাইরাল হতে শুরু করে। অনেকেই কমেন্টে লিখেছেন, “পিক বেঙ্গালুরু মুহূর্ত এটা”। আরেক ব্যবহারকারী লিখেছেন, “কোনও পণ্য না কেনার জন্য কী অসাধারণ ও উদ্ভাবনী উপায়ে বিজ্ঞাপন! এটা বেঙ্গালুরুতেই সম্ভব।”
সম্প্রতিই বেঙ্গালুরুর আরও একটি অটোর পিছনে লেখা ভাইরাল হয়েছিল। তাতে লেখা ছিল, “প্রেম হল পার্কে হাঁটার মতো। ওই পার্কটা হল জুরাসিক পার্ক।”