লিটমাস টেস্টে কোভ্যাক্সিন, জমা পড়ল ফেজ-৩ ট্রায়াল রিপোর্ট

Covaxin Phase 3 Trials: তৃতীয় পর্বের ট্রায়াল রিপোর্ট ছাড়াই কোভ্যাক্সিনের অনুমোদনের ফলে কেন্দ্রকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল

লিটমাস টেস্টে কোভ্যাক্সিন, জমা পড়ল ফেজ-৩ ট্রায়াল রিপোর্ট
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 22, 2021 | 10:35 AM

নয়া দিল্লি: কোনও ভ্যাকসিনের সামগ্রিক কার্যকরিতার হার কত হবে, তা নির্ভর করে তিনটি ট্রায়ালের ওপর। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে এতদিন কোভ্য়াক্সিনের (Covaxin) প্রথম ও দ্বিতীয় পর্বের ট্রায়াল রিপোর্ট ছিল। সেই রিপোর্টের ভিত্তিতেই আপদকালীন অনুমোদন পেয়েছিল ভারত বায়োটেকের কোভ্য়াক্সিন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সরকারি সূত্র অনুযায়ী, ডিসিজিআইর কাছে কোভ্যাক্সিনের তৃতীয় পর্বের ট্রায়াল রিপোর্টও জমা পড়েছে।

তৃতীয় পর্বের ট্রায়াল রিপোর্ট ছাড়াই কোভ্যাক্সিনের অনুমোদনের ফলে কেন্দ্রকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তখন অবশ্য কেন্দ্র জানিয়েছিল, পরীক্ষামূলক ভাবেই চলবে কোভ্যাক্সিনের টিকাকরণ। পরবর্তীকালে সাধারণ টিকাকরণ শুরু হয় দেশীয় এই টিকার। আইসিএমআর ও ভারত বায়োটেকের যৌথভাবে তৈরি কোভ্য়াক্সিন এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। সে বিষয়ে বিশেষজ্ঞদের মত, দ্রুত তৃতীয় পর্বের ট্রায়াল রিপোর্ট-সহ অনুমোদন পেতে পারে কোভ্যাক্সিন।

এর আগে সংস্থা জানিয়েছিল দ্রুত তৃতীয় পর্বের ট্রায়ালের তথ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার হাতে তুলে দেবে তারা। সেই তথ্য জনসমক্ষে আসবে জুলাই মাসে। এর আগে মার্চ মাসে ভারত বায়োটেক দাবি করেছিল, তাদের ভ্যাকসিন ৮১ শতাংশ কার্যকরী। এখন ট্রায়াল রিপোর্টের ভিত্তিতেই নির্ধারিত হবে কতটা কার্যকরী কোভ্য়াক্সিন।

তবে একাধিক গবেষণা ও সমীক্ষার দাবি ভারতে দ্রুত ছড়িয়ে পড়া ডেল্টা স্ট্রেনকে রুখতে পারে দেশীয় এই টিকা। খোদ মার্কিন স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফৌসিও জানিয়েছেন, ভারতে ছড়িয়ে পড়া ডবল মিউট্যান্ট স্ট্রেন অর্থাৎ বি.১.৬১৭ স্ট্রেন রোখার ক্ষমতা রয়েছে কোভ্য়াক্সিনের।

আরও পড়ুন: রাম মন্দিরের ভুয়ো ওয়েবসাইটে লাখো টাকার প্রতারণা, গ্রেফতার ৫