Pawan Singh: নিজে সরে এসেও আসানসোলে প্রার্থী ঘোষণা হতেই গোঁসা পবন সিংয়ের, সরালেন মোদীর ছবি!
Lok Sabha Election 2024: বুধবারই আসানসোল আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার বিপরীতে। আসানসোল কেন্দ্রের টক্করের দিকেই যখন সবার নজর, সেই সময়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে ফেলেন।
পটনা: লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকাতেই ছিল বড় চমক। বাংলার প্রার্থী তালিকায় জায়গা পেয়েছিলেন ভোজপুরী তারকা পবন সিং। তাঁকে আসানসোল আসন থেকে দাঁড় করানো হয়েছিল। যদিও পরে তিনি সরে দাঁড়ান। অবশেষে বুধবার সেই আসন থেকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রার্থী করা হল সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াকে। বিজেপির এই প্রার্থী ঘোষণার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল, ভোজপুরী গায়ক পবন সিং তাঁর অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে দিলেন।
গত ২ মার্চ বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করতেই দেখা যায়, আসানসোল আসন থেকে প্রার্থী হচ্ছেন ভোজপুরী গায়ক-অভিনেতা পবন সিং। কিন্তু প্রার্থী ঘোষণার একদিনের মধ্যেই প্রার্থীর গানের ভিডিয়োয় অশ্লীলতা তুলে ধরে আক্রমণ শানায় তৃণমূল কংগ্রেস। পবন সিং নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন, তিনি আসানসোল থেকে লড়বেন না। পরে জানান, বিহার থেকে লড়তে চান তিনি।
“माता गुरुतरा भूमेरू” अर्थात माता इस भूमि से कहीं अधिक भारी होती हैं और मैंने अपनी माँ से वादा किया था की मैं इस बार चुनाव लड़ूँगा । मैंने निश्चय किया है कि मैं 2024 का लोकसभा चुनाव काराकाट,बिहार से लड़ूँगा । जय माता दी@ANI @aajtak @timesofindia @indiatvnews @ndtv @ABPNews…
— Pawan Singh (@PawanSingh909) April 10, 2024
এ দিকে, বুধবারই আসানসোল আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার বিপরীতে। আসানসোল কেন্দ্রের টক্করের দিকেই যখন সবার নজর, সেই সময়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে ফেলেন। এরপরে পোস্ট করে জানান, বিহারর কারাকাট আসন থেকে তিনি লড়বেন।
পবন সিং নিজের পোস্টে লেখেন, “মাতা গুরুতারা ভূমেরু। অর্থাৎ ভূমির থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ মা। আর আমি মাকে কথা দিয়েছিলাম যে এবারের নির্বাচনে লড়ব। আমি সিদ্ধান্ত নিয়েছি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আমি বিহারের কারাকাট আসন থেকে লড়ব। জয় মা দেবী।”
প্রসঙ্গত, বিহারে এনডিএ জোটে বিজেপি এই কারাকাট আসন ছেড়ে দিয়েছে জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকমোর্চার প্রধান তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেনদ্র কুশওয়াহাকে। অন্যদিকে, বিরোধী মহাগঠবন্ধন জোট থেকে এই কেন্দ্রে দাঁড় করানো হয়েছে সিপিআইএমএল-র প্রার্থীকে। দুই জোটই প্রার্থী ঘোষণা করে দেওয়ায় জল্পনা, নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াতে পারেন পবন সিং।