Vande Bharat: গরুকে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত বন্দে ভারত এক্সপ্রেস
Gwalior: মধ্য প্রদেশের গ্বালিয়র স্টেশনের কাছে ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় সেমি হাই স্পিড এই ট্রেন ধাক্কা মারে একটি গরুকে। এর জেরে ১৫ মিনিট দাঁড়িয়ে ছিল ট্রেনটি। রেলের তরফে জানানো হয়েছে, এই ধাক্কার জেরে ট্রেনের সামনের অংশে সামান্য ক্ষতি হয়েছে।
গ্বালিয়র: গরুকে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত হল বন্দে ভারত এক্সপ্রেস। সম্প্রতি চালু হওয়া ভোপাল- নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে ঘটেছে এই ঘটনা। মধ্য প্রদেশের গ্বালিয়র স্টেশনের কাছে ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় সেমি হাই স্পিড এই ট্রেন ধাক্কা মারে একটি গরুকে। এর জেরে ১৫ মিনিট দাঁড়িয়ে ছিল ট্রেনটি। রেলের তরফে জানানো হয়েছে, এই ধাক্কার জেরে ট্রেনের সামনের অংশে সামান্য ক্ষতি হয়েছে। এপ্রিল মাসের প্রথম দিনে মধ্য প্রদেশ থেকে দিল্লির মধ্যে যাতায়াতকারী এই ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মাসে হরিয়ানাতেও এ রকম ঘটনা ঘটেছিল।
ভোপালের রানি কমলাপতি স্টেশন থেকে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্বালিয়র হয়ে দিল্লি যায় এই ট্রেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ বেজে ১৫ মিনিট নাগাদ ট্রেনটি যখন গ্বালিয়র জেলার ডাবরা এলাকা দিয়ে যাচ্ছিল, সে সময়ই রেললাইনে উঠে পড়ে বেশ কয়েকটি গরু। দ্রুত গতিতে আসা এই ট্রেনের সামনে পড়ে যায় গরু। এই ধাক্কাতেই ক্ষতিগ্রস্ত বন্দে ভারতের সামনের অংশ। রেল সূত্রে জানা গিয়েছে, এর জেরে ওই এলাকায় প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে পড়ে ট্রেনটি।
ভোপাল থেকে দিল্লির মধ্যে চলা এই ট্রেন দেশের ১১ তম বন্দে ভারত এক্সপ্রেস। ৭০৯ কিলোমিটার যাত্রা করে ট্রেনটি। ৭ ঘণ্টা ৫০ মিনিটে ভোপাল থেকে দিল্লি পৌঁছনো যায় এই এক্সপ্রেসে চড়ে।