দিনাজপুরে একটা বিয়ে, বিহারে গিয়ে বিজেপি নেতার সঙ্গে যাচ্ছেতাই কাণ্ড ঘটাল যুবতী…
BJP Leader Duped: রাকেশের কথায়, প্রেম করে বিয়ে তাঁদের। প্রথমে কোর্টে, তারপর মন্দিরে বিয়ে করে তাঁরা। ধুমধাম করে রিসেপশনের আয়োজন করা হয়েছিল। কিন্তু বিয়ের পরও তাঁর শ্বশুর-শাশুড়ি রাতে স্ত্রীকে তাঁর কাছে থাকতে দিত না।
পটনা: প্রথম দেখাতেই প্রেম। মন্দিরে গিয়ে সেরেছিলেন বিয়ে। আর সেই বিয়ে করেই সাড়ে সর্বনাশ হয়ে গেল বিজেপি নেতার। বউভাতে বিশাল ধুমধাম করে পার্টি দেওয়ার পরই পগারপার নববধূ। সঙ্গে নিয়ে গেল জমির দলিল আর ৩০ লক্ষ টাকা। রাতারাতি সর্বস্বান্ত হয়ে গিয়ে কপাল চাপড়াচ্ছেন ওই বিজেপি নেতা। তাঁর অভিযোগ, পলাতক যুবতীর আগেও একটি বিয়ে রয়েছে।
বিয়ের পরই স্বামীর কাছ থেকে লক্ষাধিক টাকা ও জমির দলিল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের কিশানগঞ্জে। সম্প্রতিই বিজেপি যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক রাকেশ গুপ্তার সঙ্গে বিয়ে হয় ইশিকা নামক যুবতীর। দিন কয়েক বাদেই পালিয়ে যায় যুবতী।
রাকেশের কথায়, প্রেম করে বিয়ে তাঁদের। প্রথমে কোর্টে, তারপর মন্দিরে বিয়ে করে তাঁরা। ধুমধাম করে রিসেপশনের আয়োজন করা হয়েছিল। কিন্তু বিয়ের পরও তাঁর শ্বশুর-শাশুড়ি রাতে স্ত্রীকে তাঁর কাছে থাকতে দিত না।
এদিকে, যুবতী তাঁর মা-বাবার নাম করে নানা অছিলায় লক্ষাধিক টাকা নিতে থাকে। সম্প্রতি শ্বশুর-শাশুড়ি তাঁকে শিলিগুড়িতে ডাকে মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। বিহারে ফিরেই এরপর উধাও হয়ে যায় যুবতী। সঙ্গে নিয়ে যায় জমির দলিল ও ৩০ লক্ষ টাকা।
প্রতারিত যুবকের দাবি, যুবতীর মা-বাবাই তাঁকে পালাতে সাহায্য করেছে। ওই যুবতী নয় মাস আগেই উত্তর দিনাজপুরেরও এক ব্যক্তিকে বিয়ে করে একইভাবে প্রতারিত করেছে। যদিও যুবতীর পরিবার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।