মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন নীতীশই, জানাল বিজেপি

মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমার বসছেন, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে বিজেপির বয়ানে। এই নিয়ে চতর্থ দফা মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে চলেছেন ৬৯ বছর বয়সী নীতীশ কুমার, যা এর আগে কোনও মুখ্য়মন্ত্রী নেননি।

মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন নীতীশই, জানাল বিজেপি
মুখ্যমন্ত্রী পদে ফের বসবেন নীতীশ কুমারই। ছবি সৌজন্যে: গুগল
Follow Us:
| Updated on: Nov 27, 2020 | 2:10 PM

TV9 বাংলা ডিজিটাল: বিহার নির্বাচনে (Bihar Elections 2020) ফল প্রকাশের পর নীতীশ কুমারের দলকে তৃতীয় স্থানে পাঠিয়ে একে উঠে এসেছে বিজেপি (BJP)। রাজনৈতিক সমীকরণে বদল আসায় মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন, তা নিয়েও উঠছিল প্রশ্ন। আজ বিজেপির তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হল, প্রতিশ্রুতি অনুযায়ী বিহারের মুখ্যমন্ত্রী (Chief Minister) হবেন নীতীশ কুমার(Nitish Kumar)-ই।

বিহারের ২৪৩টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছে ৭৪টি, অন্যদিকে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের ভাগ্যে এবার জুটেছে ৪৩টি আসন। মুখ্যমন্ত্রীত্ব নিয়ে বিজেপির সুশীল কুমার মোদী (Sushil Kumar Modi)বলেন,”আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বিহারের মুখ্য়মন্ত্রী থাকবেন নীতীশ কুমারই। এক্ষেত্রে কোনও সংশয়ের প্রশ্নই নেই। প্রতিটা নির্বাচনেই হার-জিত থাকে। নির্বাচনে আমরা সবাই সমান অংশীদার।”

তবে চতুর্থবার মুখ্যমন্ত্রীর গদিতে বসলেও জোট সরকারে নীতীশ কুমারের ক্ষমতা নিয়ে সন্দিহান অনেকেই। নির্বাচনী প্রচারেও তিনি বলেছিলেন, এটাই তাঁর শেষ নির্বাচন। তবে কি রাজ্যবাসীর ভরসা খোয়ানোর বিষয়টা আগেই আন্দাজ করতে পেরেছিলেন তিনি?- তাঁর বক্তব্য নিয়েও তাই প্রশ্ন উঠেছে।

নির্বাচনে এনডিএ (NDA)জোটের জয়ের পর একাংশের মত ছিল, এই জয় নরেন্দ্র মোদীর জয়। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী আসায় বিহারবাসী বিজেপির উপর আস্থা রেখে তাদের এক নম্বর স্থানে তুলে এনেছে আসন সংখ্যার নিরিখে। কেবল প্রতিশ্রুতি পূরণ করতেই মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে নীতীশ কুমারকে।

অন্যদিকে নীতীশের দল জেডিইউ (JDU)-র দাবি, পরিকল্পনামাফিকই ভোটে নীতীশ কুমারের অবস্থানকে টলোমলো করেছে বিজেপি। সেই উদ্দেশ্যেই চিরাগ পাসোয়ান (Chirag Paswan)-র দল এলজেপি (LJP)-কে তলে তলে মদত দিয়েছিল বিজেপি। নির্বাচনে ১৫ বছরের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কড়া টক্কর দেওয়ার বিষয়ে ভোটের ফলের আগেই চিরাগ পাসোয়ান বলেন, “প্রতিটা দলের মতোই আমিও যত বেশি সংখ্যক আসনে জেতার চেষ্টা করব। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে রাজ্যে বিজেপিকে আরও শক্তিশালী দলে পরিণত করা।”

তবে বিজেপির তরফ থেকে চিরাগ পাসোয়ানের সঙ্গে গোপন পরিকল্পনার কথা অস্বীকার করা হয়। বিহারে বিজেপির প্রধান সঞ্জয় জয়সওয়াল বলেন,”নীতীশ কুমার যে আমাদের মুখ্যমন্ত্রী হবেন, এই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। জোটে ছোট-বড় অংশীদারেরও কোনও বিষয় নেই।”

মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমার বসছেন, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে বিজেপির বয়ানে। এই নিয়ে চতর্থ দফা মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে চলেছেন ৬৯ বছর বয়সী নীতীশ কুমার, যা এর আগে কোনও মুখ্য়মন্ত্রী নেননি। তবে দীর্ঘ ১৫ বছর বিহারে শাসন চালিয়ে আসার পর বিজেপির অঙ্গুলিহেলনে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করতে চাইবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।