“আশা করি আপনার প্রতিশ্রুতিগুলো ভোলেননি”, প্রধানমন্ত্রীকে চিঠি তেজস্বীর
বিহারের "বিশেষ" তকমা না পাওয়া নিয়ে বিরোধী নেতা তেজস্বী বলেন,"আর কতদিন আইনের অজুহাত দিয়ে বিহারকে বিশেষ তকমা থেকে বঞ্চিত করবেন?যেই রাজ্য আপনাকে ৪০জন সাংসদের মধ্য ৩৯জনই দিয়েছে, তার জন্য আইন বদল হতে পারে না?অন্য ইস্যুতে তো আপনি সংবিধানেও বদল এনেছেন।"
TV9 বাংলা ডিজিটাল: বিগত ছয় বছরে করা নানা প্রতিশ্রুতি মনে করিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। বিহারে আজ থেকে শুরু নির্বাচন (Bihar Election 2020), এরই মাঝে সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। তাঁকে স্বাগত জানিয়েই দুই পাতার চিঠিতে যাবতীয় ক্ষোভ উগরে দিলেন তেজস্বী।
১ নভেম্বরে হিন্দিতে লেখা সেই চিঠিটি আজ তিনি টুইটারেও (Twitter) পোস্ট করেন। টুইটের ক্যাপশন হিসাবে তিনি লেখেন,”আশা করছি আপনি দীর্ঘ ছয়বছর ধরে বিহারবাসীদের যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন, তা ভুলে যাননি।”
তেজস্বীর অভিযোগের তালিকায় রয়েছে বিহারকে বিশেষ তকমা (Special status) না দেওয়া ও তিনি যে ১.২৫ লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ দেবেন বলে ঘোষণা করেছিলেন, তা এখনও না পাওয়া। ২০১৫ সালে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিহারবাসীর জন্য তিনি বিশেষ আর্থিক প্যাকেজের ব্যবস্থা করবেন। সেই নির্বাচনে জনতা দল ইউনাইটেড (JDU)জিতে বিজেপির সঙ্গে জোট বেঁধেই সরকার গঠন করে।
বিহারের “বিশেষ” তকমা না পাওয়া নিয়ে বিরোধী নেতা তেজস্বী বলেন,”আর কতদিন আইনের অজুহাত দিয়ে বিহারকে বিশেষ তকমা থেকে বঞ্চিত করবেন?যেই রাজ্য আপনাকে ৪০জন সাংসদের মধ্য ৩৯জনই দিয়েছে, তার জন্য আইন বদল হতে পারে না?অন্য ইস্যুতে তো আপনি সংবিধানেও বদল এনেছেন।”
পাশাপাশি তিনি পটনা বিশ্ববিদ্যালয়(Patna University)-কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তকমা থেকে বঞ্চিত করা নিয়েও অভিযোগ জানিয়েছেন। নীতি আয়োগ (Niti Ayog), যার প্রধান স্বয়ং প্রধানমন্ত্রী, সেখানের প্রকাশিত তথ্য তালিকাতেও সর্বনিম্ন স্থানে রয়েছে বিহার। সেই বিষয়টি তুলে ধরে তিনি বলেন,কেন্দ্র বিহারের সঙ্গে “সৎ মা”সুলভ আচরণ করে।
চিঠিতে তিনি লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া বিহারের পরিযায়ী শ্রমিক(Migrant Workers)-দের দুর্দশার কথাও উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন,”যখন আপনি অনাবাসী ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য বিমান চালাতে পারছিলেন, তখন কেন বিভিন্ন রাজ্যে আটকে পড়া বিহারের শ্রমিকদের হাজার হাজার মাইল হাটতে দেখেও অদেখা করলেন?”
বিহারে নির্বাচনে জিতলে বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন (COVID-19 Vaccine) দেওয়ার প্রতিশ্রুতি সম্পর্কে তিনি বলেন,”শেষপর্যন্ত আমরা এতটাই নীচে নেমে গেলাম যে মানুষের জীবন নির্ভর করবে কোন দলকে তারা ভোট দেবে, তার উপর।”