কোটি টাকার জাল পাসপোর্ট উদ্ধার, গ্রেফতার ৫ আফগান নাগরিক
ইউরোপের দেশগুলিতে যাওয়ার জন্য যে সব ভারতীয় দিল্লিতে সংশ্লিষ্ট দেশগুলির দূতাবাসে ভিসার জন্য আবেদন করেও ব্যর্থ হন, তারাই হল জাল পাসপোর্ট চক্রের মূলধন।
বিহার : ভুয়ো পাসপোর্টের চাঁইয়ের খোঁজে যখন তৎপর গোয়েন্দা, তখন বিহারের(Bihar) কাটিহার থেকে নগদ ৫ লক্ষ টাকা-সহ উদ্ধার হল কোটি টাকার মূল্যের ভুয়ো নথিপত্র, জাল পাসপোর্ট(Passport), আধার কার্ড(AADHAR)। গ্রেফতার ৫ অনুপ্রবেশকারী আফগানি।
পুলিস সূত্রের খবর, বিহারের(Bihar) কাটিহারে চৌধরি মহল্লার একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকত ওই পাঁচ অভিযুক্ত। সেখানেই চলত এই জাল কারবার। তল্লাশি চালিয়ে প্রায় কয়েক হাজার ভুয়ো আধার কার্ড(AADHAR) ,প্যান(PAN), আইডি, ভিসা(VISA), পাসপোর্ট(Passport) উদ্ধার করেছে পুলিস। প্রাথমিক জেরায় ওই পাঁচ অভিযুক্ত নিজেদের ভারতীয় বলেই পরিচয় দেয় ও জাল নথি পেশ করে।
শোনা যাচ্ছে, ধৃত ওই পাঁচ ব্যক্তির মধ্যে তিনজনের বৈধ পাসপোর্ট(Passport) থাকলেও বাকি দু’জনের কোনও বৈধ পরিচয়পত্রই নেই। বরং, কলকাতা, কিষাণগঞ্জ-সহ বিভিন্ন জায়গার অবৈধ পরিচয়পত্র নিয়ে ঘুরে বেড়ায় তারা। চৌধরি মহল্লার ওই বাড়িটির মালিককে ও গ্রেফতার করেছে পুলিস। জাল পাসপোর্ট কাণ্ডে বাড়ির মালিকই মদত দিত এমনটাই অনুমান পুলিসের। গোটা বাড়িটি সিল করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ওমপ্রকাশের বিরুদ্ধে ‘ছেলে ডাকার’ অভিযোগ, ঘেরাও-বিক্ষোভ জেইউ-তে
প্রসঙ্গত, কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, দিল্লি, চেন্নাই, উত্তর প্রদেশ, পঞ্জাব-সহ ভারতের বিভিন্ন রাজ্যে এই ভুয়ো পাসপোর্ট চক্রটির জাল বিস্তৃত। সর্বত্র এজেন্টের দৌলতেই চলে কাজ। এই আফগানিরাও সেই দলের অংশ হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিসের।
কীভাবে চলে এই জাল কারবার? ইউরোপের দেশগুলিতে যাওয়ার জন্য যে সব ভারতীয় দিল্লিতে সংশ্লিষ্ট দেশগুলির দূতাবাসে ভিসার জন্য আবেদন করেও ব্যর্থ হন, তারাই হল জাল পাসপোর্ট চক্রের মূলধন। ভিসা দেওয়া না হলে দূতাবাসের পক্ষ থেকে পাসপোর্টের উপরে বাতিল স্টাম্প মেরে দেওয়া হয়। জাল ভারতীয় পাসপোর্ট তৈরির চক্রের সদস্যেরা ন্যূনতম মূল্যে ওই সব পাসপোর্ট সংগ্রহ করে।
বিশেষ ধরনের কালির সাহায্যে ইউরোপিয়ান দেশগুলির দূতাবাস থেকে পাসপোর্টের উপরে বাতিল (Reject) স্ট্যাম্পটি তুলে দেওয়া হয়। তারপর, প্রযুক্তির কায়দায় সহজেই বদলে দেওয়া যায় মালিকের ছবি। মোটা টাকার বিনিময়ে সেই পাসপোর্ট চলে যায় ক্রেতার হাতে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের এক অফিসার।
আরও পড়ুন : জোরাল হচ্ছে কৃষক-শক্তি, আন্দোলনকারীদের পাশে ‘আত্মঘাতী’ অন্নদাতাদের পরিবার
কাটিহারে, মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিহার পুলিস। এরমধ্যে, বাড়িওলা সহ ওই পাঁচ আফগানিকে গ্রেফতার করেছে পুলিস। এছাড়াও, দুই সন্দেহভাজন ব্যক্তি এখনও অধরা।চলছে তল্লাশি। ধৃতদের বিরুদ্ধে বিদেশি অভিবাসন আইনের ধারায় অবৈধ বাস, অর্থপাচার, জাল নথি তৈরি সহ একাধিক অভিযোগে মামলা চালু হয়েছে।সম্পূর্ণ ঘটনাটি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর বিশেষ কমিটি সহ সন্ত্রাস দমন শাখা ও স্থানীয় প্রশাসনের তদন্তাধীন।