চিঠি-সতর্কবার্তার পরও কাজ হয়নি, ১৫৫ বার ট্র্যাফিক আইন ভেঙে কী শাস্তি হল যুবকের?
কেরলের মোটর ভেহিক্যাল দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের লাইসেন্স এক বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁর বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তকে জানানো হয়েছে, জরিমানার টাকা পরিশোধ করলে তবেই তাঁর বাইক ছাড়া হবে।
কুন্নুর: ট্র্যাফিক নিয়ম ভঙ্গের অভিযোগে এক যুবককে বিপুল অঙ্কের জরিমানা করেছে কেরল মোটর ভেহিক্যাল ডিপার্টমেন্ট। ওই যুবকের বিরুদ্ধে ১৫৫ বার ট্র্যাফিক আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। এ জন্য ওই যুবককে ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে। ২৫ বছরের এই যুবকের ট্র্যাফিক আইন ভঙ্গ ধরা পড়েছে এআই ক্যামেরায়। সেখানে দেখা গিয়েছে, হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন ওই যুবক। আবার ২ জনকে বাইকে চাপিয়ে কুন্নুর জেলার মাত্তুল এলাকায় ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। উল্লেখিত ঘটনা তাঁর ট্র্যাফিক আইন ভঙ্গের ২টি উদাহরণ মাত্র। এরকম ১৫৫ বার বিভিন্ন আইন তিনি ভেঙেছেন।
কেরলের মোটর ভেহিক্যাল দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের লাইসেন্স এক বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁর বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তকে জানানো হয়েছে, জরিমানার টাকা পরিশোধ করলে তবেই তাঁর বাইক ছাড়া হবে। জানা গিয়েছে, কান্নুরের আরটিও অফিসের আধিকারিকরা ওই যুবকের বাড়িতে গিয়ে জরিমানার নথি দিয়ে এসেছেন। তাঁর আগে ওই যুবকের মোবাইলে একাধিক বার সতর্কবার্তা পাঠানো হয়েছিল। এবং বাড়িতে চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।
এই বিপুল অঙ্কের জরিমানার পর অভিযুক্ত যুবক আরটিও দফতরে গিয়ে অনুরোধ করেছিলেন। কিন্তু আরটিও-র তরফে জানানো হয়েছে, তাঁদের ক্ষমতা আইনের দ্বারা সীমাবদ্ধ। তাই আইনের বাইরে গিয়ে কিছু করা তাঁদের পক্ষে সম্ভব নয়।