BJP: চব্বিশের আগে বিজেপির সংগঠনে বড় রদবদল, শিগগিরই মোদী মন্ত্রিসভায় প্রফুল্ল প্যাটেল-ফড়ণবীস?
BJP Changes state presidents: চার রাজ্যের সভাপতি বদল করল বিজেপি। সংগঠনের বড় দায়িত্বে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। মোদী মন্ত্রিসভায় শিগগিরই দেখা যেতে পারে বড় বদল।
নয়া দিল্লি: বছরের শেষভাগে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন। তারপরই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এই দুই গুরুত্বপূর্ণ নির্বাচনী মরসুমের আগে, মঙ্গলবার (৪ জুন), ভারতীয় জনতা পার্টির সংগঠনে দেখা গেল বড় রদবদল। বেশ কয়েকটি রাজ্যের সভাপতি বদল করা হয়েছে। ঝাড়খণ্ড বিজেপির সভাপতি হয়েছেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। ২০২০ সালে তিনি তাঁর নিজের দল, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতান্ত্রিক)-কে বিজেপির সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন। পঞ্জাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল জখরকে। ২০২২-এর পঞ্জাব বিধানসভা নির্বাচনের পরই,কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তেলেঙ্গনা রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিকে। আর, এনটি রামা রাও-এর কন্যা, পি পুরন্দেশ্বরীকে অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি করা হয়েছে। একই সঙ্গে এদিন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডিকে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সমিতির সদস্য করা হয়েছে। গত এপ্রিলেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছিল। তার মধ্য়েই এই সংগঠনে এই রদবদল দেখা গেল। সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, শুধু এই রাজ্যগুলির সভাপতিদের বদলানোই নয়, শিগগিরই শীঘ্রই কর্ণাটক, গুজরাট, কেরল, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর এবং মধ্যপ্রদেশ বিজেপির সংগঠনেও বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, কর্নাটক বিজেপির প্রধান করা হতে পারে শোভা করন্দলাজে বা অশ্বথ নারায়ণকে। কেরল বিজেপির নেতৃত্ব দিতে পারেন ভি মুরলীধরন। গুজরাট বিজেপির সভাপতি পদের দৌড়ে এগিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এবং পুরুষোত্তম রুপালা। কৃষ্ণপাল গুজ্জর বা রাম বিলাস শর্মাকে হরিয়ানা বিজেপির সভাপতি করা হতে পারে। জম্মু ও কাশ্মীরে দলের দায়িত্ব পেতে পারেন ডা. জিতেন্দ্র সিং বা সাংসদ জুগুল কিশোর। মধ্যপ্রদেশে বিজেপির সভাপতি করা হতে পারে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বা প্রহ্লাদ প্যাটেলকে।
এদিকে, মহারাষ্ট্রে সাম্প্রতিক রাজনৈতিক নাটকের পর, কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহারাষ্ট্রের বেশ কয়েকজন জায়গা পেতে পারেন বলে শোনা যাচ্ছে। অজিত পওয়ার-সহ এনসিপির বেশ কয়েকজন বিধায়কের বিজেপি-শিবসেনা সরকারে যোগ দেওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য নতুন মন্ত্রীদের তালিকায় তাঁর নাম থাকবে পারে। এছাড়া, অজিত পওয়ার মহারাষ্ট্র সরকারে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায়, রাজ্যে এখন দুজন উপমুখ্যমন্ত্রী রয়েছেন। তাছাড়া, একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের সময়, মুখ্যমন্ত্রী দাবি ত্যাগ করেছিলেন দেবেন্দ্র ফড়ণবীস। তাঁর সেই আত্মত্যাগকে স্বীকৃতি দিতে, তাঁকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জল্পনা রয়েছে। জি কিষাণ রেড্ডিকে তেলঙ্গানা রাজ্যে দলের সংগঠন দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বলে, তাঁকে মোদী মন্ত্রিসভা থেকে বিদায় নিতে হতে পারে, অথবা, তাঁর দায়িত্ব কমানো হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগেই মন্ত্রিসভার এই বদলগুলি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।