Shamik Bhattacharya: ‘হাম তো ডুবেঙ্গে সনম…’, কংগ্রেস-তৃণমূলের ‘প্রেম’ নিয়ে গান ধরলেন শমীক
Congress-TMC: রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে শমীক বলেন, "রাহুল গান্ধী আগে রাফাল নিয়ে ক্ষমা চেয়েছেন, সাভারকর নিয়ে ক্ষমা চেয়েছেন। এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখানেও ক্ষমা চাইতে হবে। রাহুল গান্ধী এবার উপাধি পাবেন, ক্ষমাশ্রী।"

নয়া দিল্লি: এসআইআর নিয়ে বিরোধিতায় সুর চড়িয়েছে বিরোধীরা। আজ এসআইআর নিয়ে একজোট হয়ে পথে নেমেছে ইন্ডিয়া জোটের সাংসদরা। সেখানেই তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি কংগ্রেস-তৃণমূলের সখ্যতাকে কটাক্ষ করে বললেন, “হাম তো ডুবেঙ্গে সনম, তুমকো সাথ লেকে ডুবেঙ্গে।”
এ দিন সংসদে শমীক ভট্টাচার্য বলেন, “বাংলার তিনটি জায়গা, শিলিগুড়ি, বারাসাত ও বারুইপুর-এটা হাব তৈরি হয়ে গিয়েছে ভুয়ো আধার কার্ড তৈরি করার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ছে, এদের জন্য দেশের নিরাপত্তায় খামতি তৈরি হচ্ছে।”
কংগ্রেস-তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে শমীক বলেন, “রাহুল গান্ধী তো ডুবে গিয়েছেন। হরিয়ানা হাত থেকে গিয়েছে, দিল্লি হারিয়েছে, এবার বিহারে হারবে, তারপর পশ্চিমবঙ্গ। তৃণমূল এখন কংগ্রেসের হাত ধরেছে। হাম তো ডুবেঙ্গে সনম, মগর তুঝে ভি সাথ লে কার ডুবেঙ্গে। তৃণমূলের বিসর্জন এটা নিশ্চিত। এ-ও ডুবছে, ও-ও ডুববে। জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরের তীরে ওই দিঘাতেই তৃণমূলের বিসর্জন হবে।”
এসআইআর ইস্যুতে শমীক বলেন, “রাহুল গান্ধী যা ডকুমেন্ট দেখিয়েছেন, তার প্রতিটি দাবির পাল্টা জবাব দিয়েছে নির্বাচন কমিশন। রাহুল গান্ধী আগে রাফাল নিয়ে ক্ষমা চেয়েছেন, সাভারকর নিয়ে ক্ষমা চেয়েছেন। এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখানেও ক্ষমা চাইতে হবে। রাহুল গান্ধী এবার উপাধি পাবেন, ক্ষমাশ্রী।”

