মালেগাঁও বিস্ফোরণ মামলায় নিয়মিত হাজিরা থেকে অব্যাহতি পেলেন প্রজ্ঞা ঠাকুর

মঙ্গলবার বিজেপি সাংসদের আইনজীবী জে পি মিশ্র (JP Mishra) একটি লিখিত আবেদনে শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে আদালতে নিয়মিত হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চান।

মালেগাঁও বিস্ফোরণ মামলায় নিয়মিত হাজিরা থেকে অব্যাহতি পেলেন প্রজ্ঞা ঠাকুর
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 05, 2021 | 7:00 PM

মুম্বই: মালেগাঁও বিস্ফোরণ (Malegaon Blast Case) মামলায় নিয়মিত হাজিরা দেওয়া থেকে রেহাই পেলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর (Pragya Thakur)। মঙ্গলবার জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালত (Special Court) এই সিদ্ধান্ত ঘোষণা করে।

২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁওতে বিস্ফোরণের ঘটনায় নাম জড়ায় প্রজ্ঞা ঠাকুর সহ সাতজনের। এনআইএ (NIA) তদন্ত শুরু করার পর ২০১৯ সালে আদালত নির্দেশ দেয় অভিযুক্তদের সকলকে সপ্তাহে একবার আদালতে হাজিরা দিতে হবে। সেই বছর জুন মাসে হাজিরা দেওয়ার পর অসুস্থতা ও নানা কারণ দেখিয়ে বারংবার হাজিরা এড়িয়ে যান তিনি। ২০২০ সালের ১৯ ডিসেম্বর আদালত প্রজ্ঞা ঠাকুরকে আদালতে হাজিরা দেওয়ার শেষ সুযোগ দেয়। এরপরই অবশেষে সোমবার তিনি হাজিরা দেন।

মঙ্গলবার বিজেপি সাংসদের আইনজীবী জে পি মিশ্র (JP Mishra) একটি লিখিত আবেদন করে আদালতে নিয়মিত হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চান। তিনি আবেদনপত্রে বলেন, “প্রজ্ঞা ঠাকুরের নানারকম শারীরিক অসুস্থতা রয়েছে এবং বর্তমানে এইমস-এ চিকিৎসা চলছে। তিনি মুম্বইতে এসেও কোকিলাবেন হাসপাতালে নানা পরীক্ষা করান। হাসপাতালের চিকিৎসকরাও জানিয়েছেন তাঁর শারীরিক জটিলতা রয়েছে এবং চিকিৎসার জন্য একদল চিকিৎসকের প্রয়োজন।”

আরও পড়ুন: বিদেশে কোভিশিল্ড রফতানিতে কোনও নিষেধাজ্ঞা নেই, সাফ জানালেন সেরাম কর্তা

একইসঙ্গে তিনি আবেদনপত্রে আরও জানান, “প্রজ্ঞা ঠাকুরের জীবনের ঝুঁকি থাকার কারণে মধ্য প্রদেশ পুলিস তাঁকে ছয়জন সশ্রস্ত্র বাহিনীর নিরাপত্তা দিয়েছে। এছাড়াও দুজন নিরাপত্তারক্ষী তাঁর সঙ্গে সর্বক্ষণ থাকেন। এতজন নিরাপত্তারক্ষী নিয়ে সব জায়গায় যাতায়াত করা কষ্টসাধ্য বিষয়।”

প্রজ্ঞা ঠাকুরের এই আবেদনের ভিত্তিতেই বিশেষ বিচারপতি অবিনাশ রাসাল তাঁকে নিয়মিত হাজিরা থেকে অব্যাহতি দেন। তবে মামলার প্রয়োজনীয়তা অনুযায়ী আদালতের নির্দেশ পেলেই হাজিরা দিতে হবে তাঁকে। একইসঙ্গে এর আগে বারবার হাজিরা না দেওয়ায় অসন্তোষও প্রকাশ করেন বিচারপতি।

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওয়ের একটি মসজিদের কাছে একটি বিস্ফোরক বাঁধা মোটরবাইকে বিস্ফোরণ ঘটায়  ছয়জনের মৃত্যু হয়, আহত হন শতাধিক ব্যক্তি। প্রজ্ঞা ঠাকুর ছাড়াও কর্নেল প্রসাদ পুরোহিত, সমীর কুলকার্নি, রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রাহিরকর ও সুধাকর দ্বিবেদীর নাম জড়ায়। তাঁদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ১৬ (সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত) ও ১৮ (সন্ত্রাসবাদী হামলার চক্রান্ত) নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়।

এছাড়াও ভারতীয় দণ্ডবিধির ১২০(বি) (অপরাধমূলক ষড়যন্ত্র), ৩০২ (খুন), ৩০৭ (খুনের চেষ্টা), ৩২৪ (স্বতপ্রণোদিতভাবে আঘাত) ও ১৫৩(এ) ধারায় (দুটি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা বাড়ানোর চেষ্টা) অভিযোগও দায়ের করা হয়েছিল।

আরও পড়ুন: জানুয়ারির শেষে শুরু বাজেট অধিবেশন, করোনায় কমছে সময়সীমা

শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,"আমার ছেলে-মেয়েকে..."
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
Shah Rukh Khan: ৩১ বছর পর তৈরি হচ্ছে 'বাজিগর ২', নায়ক কি শাহরুখ?
Shah Rukh Khan: ৩১ বছর পর তৈরি হচ্ছে 'বাজিগর ২', নায়ক কি শাহরুখ?
বাতাসে বারুদের গন্ধ, ৫ বছরেও বদলায়নি ভাটপাড়া!
বাতাসে বারুদের গন্ধ, ৫ বছরেও বদলায়নি ভাটপাড়া!
শুভেন্দু অধিকারীকে 'স্বপ্নের অভিধান' কেনার পরামর্শ কেন দিলেন কুণাল?
শুভেন্দু অধিকারীকে 'স্বপ্নের অভিধান' কেনার পরামর্শ কেন দিলেন কুণাল?
সামান্য পুরসভাকর্মীর অ্য়াকাউন্টে কাঁড়ি কাঁড়ি টাকা, ইডি তল্লাশি চালাত
সামান্য পুরসভাকর্মীর অ্য়াকাউন্টে কাঁড়ি কাঁড়ি টাকা, ইডি তল্লাশি চালাত
'লেজকাটা বাঁদর', দলের কর্মীদের উদ্দেশে বিস্ফোরক অশোকনগরের তৃণমূল বিধায়
'লেজকাটা বাঁদর', দলের কর্মীদের উদ্দেশে বিস্ফোরক অশোকনগরের তৃণমূল বিধায়
মাদারিহাটে গড় ধরে রাখতে পারবে বিজেপি? কী হবে সিতাইয়ে?
মাদারিহাটে গড় ধরে রাখতে পারবে বিজেপি? কী হবে সিতাইয়ে?
Manoj Mitra: প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র, শোকাচ্ছন্ন সংস্কৃতি জগত্‍
Manoj Mitra: প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র, শোকাচ্ছন্ন সংস্কৃতি জগত্‍