বিদেশে কোভিশিল্ড রফতানিতে কোনও নিষেধাজ্ঞা নেই, সাফ জানালেন সেরাম কর্তা

টুইট করে সেরাম কর্তা জানিয়েছেন, বিদেশে টিকা রফতানিতে কোনও নিষেধাজ্ঞা নেই। পাশাপাশি ভারত বায়োটেকের সঙ্গে যৌথ বিবৃতি প্রকাশ করে একযোগে কাজ করার কথাও জানিয়েছেন পুনাওয়ালা।

বিদেশে কোভিশিল্ড রফতানিতে কোনও নিষেধাজ্ঞা নেই, সাফ জানালেন সেরাম কর্তা
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 05, 2021 | 6:08 PM

নয়া দিল্লি: সেরাম (Serum Institute of India) কর্তা আদর পুনাওয়ালা সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, আগে ভারত সরকার টিকা পাবে তারপর বিদেশে রফতানি। যার ফলে তুমুল চিন্তায় পড়েছিল চুক্তিবদ্ধ বাকি দেশগুলি। প্রত্যেকটি দেশই ভ্যাকসিন পাওয়ার বিষয়ে কূটনৈতিক স্তরে ভারতের সঙ্গে আলোচনার পথে হাঁটছিল। এবার সেই বিষয়ে খোলসা করলেন পুনাওয়ালা।

টুইট করে সেরাম কর্তা জানিয়েছেন, বিদেশে টিকা রফতানিতে কোনও নিষেধাজ্ঞা নেই। পাশাপাশি ভারত বায়োটেকের সঙ্গে যৌথ বিবৃতি প্রকাশ করে একযোগে কাজ করার কথাও জানিয়েছেন পুনাওয়ালা। ভারত ছাড়াও বিশ্বের একাধিক দেশে অনুমোদন পেয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিন কোভিশিল্ড। সেরাম ইনস্টিটিউট বিশ্বের সবচেয়ে বড় প্রতিষেধক নির্মাতা সংস্থা। স্বাভাবিকভাবেই বিভিন্ন দেশে ভ্যাকসিন রফতানি করার চাপ রয়েছে পুনাওয়ালার সংস্থার উপর। কিন্তু সেরাম আগেই জানিয়েছে, ভারত সরকারের হাতে খুব শীঘ্রই ১০ কোটি করোনা প্রতিষেধক তুলে দেবে তারা।

আরও পড়ুন: জিজ্ঞাসা: করোনার ভ্যাকসিন কীভাবে পাবেন? জেনে নিন, রেজিস্ট্রেশন থেকে সম্পূর্ণ প্রক্রিয়া

সেরাম কর্তার বিদেশে এখনই টিকা রফতানি না করার মন্তব্যে টিকা পাওয়া নিয়ে ধন্দে পড়েছিল বাংলাদেশ। তবে দিল্লি থেকে অবশ্য জানানো হয়েছিল, হাসিনাকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময়ে টিকা সরবরাহ করবে ভারত। সে দেশের সংস্থা ব্রেক্সিমকো জানিয়েছিল, এক মাসের মধ্যেই বাংলাদেশে আসবে করোনা টিকা কোভিশিল্ড। পুনাওয়ালার টুইটের পর সে বিষয়ে আরও নিশ্চিত হল প্রত্যেকটি দেশ।

আরও পড়ুন: হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছেন নমো, একই সময়ে টিকা পাবে বাংলাদেশ! দাবি ‘উদ্বিগ্ন’ ঢাকার