দুই বুধে জোড়া প্রাপ্তি, রাজু বিস্তা-সহ বাংলার এক বিধায়ককে সর্বভারতীয় পদ দিল বিজেপি

Bengal BJP: এমন একটা সময়ে সর্বভারতীয় যুব সংগঠনে বাংলার দুই নির্বাচিত প্রতিনিধিকে স্থান দেওয়া হয়েছে যা অত্যন্ত অর্থবহ

দুই বুধে জোড়া প্রাপ্তি, রাজু বিস্তা-সহ বাংলার এক বিধায়ককে সর্বভারতীয় পদ দিল বিজেপি
ছবি-টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 10:51 PM

কলকাতা: দুই বুধে জোড়া প্রাপ্তি বঙ্গ বিজেপির। গত সপ্তাহে এই বুধবারেই ৪ জন নতুন কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছিল বাংলা। সপ্তাহ ঘুরে আজ, বুধবার বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড় দায়িত্ব পেলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। পাশাপাশি দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহাও সর্বভারতীয় সংগঠনে জায়গা পেয়েছেন। দুই পদের প্রাপ্তিই ঘটেছে সর্বভারতীয় যুব মোর্চায়।

বিজেপি সূত্রে খবর, বুধবার দার্জিলিঙের গেরুয়া সাংসদ রাজু বিস্তাকে যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এ ছাড়াও সর্বভারতীয় সহ-সভাপতির পদে মনোনীত করা হয় দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহাকে। যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যে অধীনেই যুব সংগঠনের দেখভাল করবেন তাঁরা। পদ্মশিবিরের দাবি, বিজেপির ইতিহাসে এই প্রথমবার একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে দু’টি গুরুত্বপূর্ণ সর্বভারতীয় পদ দেওয়া হল।

এমন একটা সময়ে সর্বভারতীয় যুব সংগঠনে বাংলার দুই নির্বাচিত প্রতিনিধিকে স্থান দেওয়া হয়েছে যা অত্যন্ত অর্থবহ। ঠিক এক সপ্তাহ আগেই এই বুধবার সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের যুব মোর্চা সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন সৌমিত্র খাঁ। রাতেই যদিও তিনি সেই ইস্তফা প্রত্যাহার করে নেন। কিন্তু বারংবার তাঁর ‘হঠকারী’ সিদ্ধান্ত যে রাজ্য নেতৃত্ব খুব একটা ভালভাবে নিচ্ছেন না, সেটা ইতিমধ্যেই সাফ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সাংগঠনিক অভিজ্ঞতার নিরিখে তুলনামূলক আনকোরা দুই নেতাকে সর্বভারতীয় পদ দিয়ে ঘুরপথে কি সৌমিত্রকেই কোনও বার্তা দেওয়ার চেষ্টা হল? এমন সম্ভবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। আরও পড়ুন: নন্দীগ্রাম মামলা ভিনরাজ্যে সরানোর দাবি, সুপ্রিম কোর্টে হাজির শুভেন্দু অধিকারী