বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, এই ধারায় সব মামলা তুলে নেওয়ার নির্দেশ কেন্দ্রের
আইটি আইনের ৬৬ এ ধারায় কোনও সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে গ্রেফতার করতে পারত পুলিশ।
নয়া দিল্লি: আগেই বাতিল হয়েছে আইন। অথচ সেই আইনে এখনও মামলা হচ্ছে। যাতে দ্রুত এই আইনের সব মামলা তুলে নেওয়া হয় সে ব্যাপারে নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। আইটি আইনের ৬৬ এ ধারা বাতিল হয়েছে আগেই। সেই ধারায় যাতে নতুন করে কোনও মামলা না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এই ধারা অনুযায়ী কোনও ব্যক্তির সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট ‘আপত্তিকর’ হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত পুলিশ।
প্রসঙ্গত পুলিশ কেন এখনও এই আইন প্রয়োগ করছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। ২০১৫ সালের ২৪শে মার্চ আইনের এই ধারাটিকে বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, পিইউসিএল নামে একটি এনজিও সম্প্রতি শীর্ষ আদালতে জানায় যে এই ধারায় ১১টি রাজ্যে ২২৯টি মামলা বাকি আছে। ১৩০৭টি মামলা এই ধারায় হয়েছে। এই তথ্য জেনে সুপ্রিক কোর্টের বিচারপতি বলেন, ‘এ তো ভয়ানক ঘটনা!’
এরপরই এই আইন নিয়ে তৎপর হয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার কেন্দ্রের তরফে উল্লেখ করা হয়েছে, ধারা বাতিলের পরেও এখনও ওই বিশেষ ধারায় এফআইআর হচ্ছে। এব্যাপারে খুব গুরুত্ব দিয়ে দেখছে সুপ্রিম কোর্ট। সব থানাকে জানানো হচ্ছে যাতে আইটি আইনে ৬৬ এ বাতিল ধারায় কোনও মামলা না করা হয়। যদি এই ধারায় কোনও মামলা হয়েও থাকে তবে তা প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়েছে। আরও পড়ুন: মুখোমুখি ভারত ও চিনের বিদেশমন্ত্রী, লাদাখ নিয়েই বার্তা জয়শঙ্করের