মুখোমুখি ভারত ও চিনের বিদেশমন্ত্রী, লাদাখ নিয়েই বার্তা জয়শঙ্করের

India-China: সীমান্তের একাংশে এখনও চিনের সেনা অবস্থান করছে। শান্তি স্থাপনের বার্তা দিল ভারত।

মুখোমুখি ভারত ও চিনের বিদেশমন্ত্রী, লাদাখ নিয়েই বার্তা জয়শঙ্করের
ছবি- বিদেশমন্ত্রীর টুইটার থেকে প্রাপ্ত
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 9:05 PM

নয়া দিল্লি: সীমান্ত সহ একাধিক ইস্যু নিয়ে কথা ভারত-চিনের। এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হল দুই দেশের বিদেশমন্ত্রীর। আজ তাজিকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়ঙ্কর ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠক করার ক্ষেত্রে সায় দিয়েছেন তাঁরা দু’জনেই।

বৈঠকের পর টুইট  করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বৈঠকে কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে, সেই প্রসঙ্গে জয়প্রকাশ জানিয়েছেন, ‘স্টেটাস কো-র পরিবর্তন কখনই গ্রহণযোগ্য নয়।’ এ কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, সীমান্তে শান্তি বজায় রাখা দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী। এর আগে শেষ বার তাঁরা মুখোমুখি হয়েছিলেন ২০২০-তে মস্কোয়। সে কথা উল্লেখ করে জয়শঙ্কর জানিয়েছেন, সীমান্তে শান্তিস্থাপনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটা চুক্তিতে আসা প্রয়োজন।

প্যাংগং থেকে সেনা সরানো হলেও লাদাখের বাকি অংশে যে এখনও সম্পূর্ণ শান্তি স্থাপন হয়নি, সে কথাও চিনকে মনে করিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী। সেই লক্ষ্যে ভারতের সঙ্গে কাঁধ মিলিয়ে যাতে চিনও কাজ করে, সে বার্তাই দিয়েছেন জয়শঙ্কর।

গত বছরের সেপ্টেম্বর মাসে মস্কোয় এসসিও বৈঠকের সময়েই ভারত ও চিন মুখোমুখি হয়েছিল। আলোচনায় বসেছিলেন দুই বিদেশমন্ত্রী। সেই সময়ে পাঁচ দফা পরিকল্পনা নিয়ে ঐকমত্যে পৌঁছেছিলেন তাঁরা। গত বছরের মে মাসে লাদাখে গালোয়ানের সংঘাতের পর যাকে দুই দেশের সেই আলোচনা ছিল গুরুত্বপূর্ণ। সে বারও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সহমত হয়েছিলেন জয়শঙ্কর ও ওয়াং ই। মস্কোয় ওই বৈঠকের পরে কমান্ডার স্তরে ভারত ও চিনের মধ্যে ১১টি বৈঠক হয়ে গিয়েছে। এখনও সীমান্তের একটা বিস্তীর্ণ অংশে জারি রয়েছে চিনা সেনার আনাগোনা। আরও পড়ুন: ‘এখনও কংগ্রেস করছেন! ভেবেই অবাক লাগছে’, সতীর্থদের উদ্দেশে কোন বার্তা অধীরের?