Tejaswi Surya : প্রধানমন্ত্রী হওয়ার দিবাস্বপ্ন দেখছেন মমতা, কটাক্ষ বিজেপি সাংসদের

Tejaswi Surya taunts Mamata Banerjee: সামান্য কিছু ভোটের এদিক ওদিক হলেই বাংলা হাত ছাড়া হয়ে যেত। আর এখন তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। মমতাকে আক্রমণ তেজস্বী সূর্যর।

Tejaswi Surya : প্রধানমন্ত্রী হওয়ার দিবাস্বপ্ন দেখছেন মমতা, কটাক্ষ বিজেপি সাংসদের
বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2021 | 6:17 PM

নয়াদিল্লি : বাংলার মসনদে তৃতীয়বার বসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নজর গিয়ে পড়েছে দিল্লির গদির উপর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে বলা শুরু হয়ে গিয়েছে, রাহুল গান্ধী নন, বরং নরেন্দ্র মোদীর বিরোধী মুখ হিসেবে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। আর এরপরই বিজেপি (BJP) সাংসদ তেজস্বী সূর্যের (Tejaswi Surya) কটাক্ষ তৃণমূল সুপ্রিমোকে। মমতার প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্খা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই মনে করছেন না বিজেপির তরুণ নেতা।

উল্লেখ্য, এবারের বিধানসভা ভোটে নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা তথা এককালে তৃণমূল নেত্রীকে খুব কাছে থেকে দেখা শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী অপরাজেয় নন। শুভেন্দুর কাছে সামান্য কিছু ভোটের ব্যবধানে পরাজিত হন মমতা। যদিও সেই ভোটের ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন জমা করেছেন তৃণমূল নেত্রী। এবার সেই প্রসঙ্গ টেনে তেজস্বী সূর্য মমতাকে আক্রমণ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে জেতার কথা ছিল না। সামান্য কিছু ভোটের এদিক ওদিক হলেই বাংলা হাত ছাড়া হয়ে যেত। আর এখন তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি এমন দিবাস্বপ্ন আরও দেখুন, এই কামনাই করি।”

এদিকে দিল্লি দখলের লক্ষ্যে দলকে আরও মজবুত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ করেছেন মমতা। আজ মোদীর ‘প্রিয়’ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কেও ছিনিয়ে এনেছেন নিজের দলে। সামনেই ভবানীপুরের উপনির্বাচন। মুখ্যমন্ত্রীর পদে টিকে থাকতে হলে ভবানীপুরের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত জরুরি। সেই মতো প্রচারও শুরু হয়ে গিয়েছে দলের তরফে।

তবে গতকাল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্য়ায়কে মোদীর বিরোধী মুখ হিসেবে বলা নিয়ে এখনই কিছু বলতে চাইছে না প্রদেশ কংগ্রেস। তাঁদের বক্তব্য, রাহুল গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রে মোদী বিরোধিতায় কে বড় মুখ, তা নিয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি।

সম্প্রতি তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলা’ (Jago Bangla)-য় লিখেছে রাহুল পারেনি তাই মমতাই বিকল্প মুখ। এই প্রসঙ্গে শুক্রবার হুগলি থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের টিপ্পনী, “তাঁর (পড়ুন মমতা) বিকল্প তো শুভেন্দু। যিনি তাকে হারিয়েছেন। এমন বিকল্প যে তাঁর সরকার এল কিন্তু মুখ্যমন্ত্রী হেরে গেলেন! এই বিকল্প কেউ চায় না।”

উল্লেখ্য, সম্প্রতি টাইম ম্যাগাজিনে বিশ্বের সেরা ২০ রাজনৈতিক ব্যক্তিত্বের তালিকায় নরেন্দ্র মোদীর পাশাপাশি নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কংগ্রেসের প্রধান মুখ সনিয়া গান্ধী বা রাহুল গান্ধী নেই সেই তালিকায়। ফলত তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় মমতা বন্দ্যোপাধ্যায়কেই নরেন্দ্র মোদীর বিকল্প মুখ বলে দাবি করা হয়েছে। সেখানে পরিষ্কার লেখা হয়েছে রাহুল গান্ধী পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ই বিকল্প মুখ।

আরও পড়ুন : Dilip Ghosh: ‘হেরো বিকল্প কেউ চায় না’, মমতারও বিকল্প আছে, জানালেন দিলীপ