তোড়জোড় শুরু যোগী রাজ্যে, ‘জন আশীর্বাদ যাত্রা’য় পথে নামবে সাত মন্ত্রী

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ওই রাজ্যের সাত নেতা-নেত্রী।

তোড়জোড় শুরু যোগী রাজ্যে, 'জন আশীর্বাদ যাত্রা'য় পথে নামবে সাত মন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নেতৃত্বে তৈরি নতুন ভারতে নতুনভাবে উত্তর প্রদেশের উদ্ভব হয়েছে বলেই মনে করেন যোগী আদিত্যনাথ, ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2021 | 4:54 PM

নয়া দিল্লি: কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) বেশ কয়েকজন নেতা-নেত্রী। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এ বার সেই মন্ত্রীদের নিয়ে বিশেষ প্রচারে নামতে চায় বিজেপি (BJP)। জানা গিয়েছে, যে সাত নেতা-নেত্রী সদ্য মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন, তাঁদেরই সামনে রেখে শুরু হবে প্রচার। এর মধ্যে ৬ জন বিজেপি নেতা রয়েছে ও রয়েছেন আপনা দলের অনুপ্রিয়া পটেল। সাত মন্ত্রীকে নিয়ে সেই রাজ্যে ‘জন আশীর্বাদ যাত্রা’ শুরুর নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সাধারণ মানুষের থেকে আশীর্বাদ পেতে ৩০০-৪০০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করবেন তাঁরা। ৪-৫টি জেলার পেরিয়ে সেই যাত্রা এগোবে।

এই যাত্রার মাধ্যমে এক কোটি মানুষের সঙ্গে সংযোগ করার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। অনুপ্রিয়া পটেল ছাড়া বাকি মন্ত্রীরা হলেন কৌশল কিশোর, এসপি বাঘেল, পঙ্কজ চৌধুরী, বিএস ভার্মা, অজয় কুমার, ভানু প্রতাপ সিং ভার্মা।

১৫ অগস্টের পর এই যাত্রা শুরু হবে বলে জানা গিয়েছে। আর সেই যাত্রায় অবশ্যই মানতে হবে কোভিড বিধি। অন্যদিকে, তার আগে ৫ অগস্ট উত্তরপ্রদেশে উদযাপিত হবে ‘অন্ন মহোৎসব’। সে দিন উত্তপ্রদেশে ৮০ হাজার রেশন ভেন্ডারের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন মোদী। অন্যদিকে, রাজ্যে টিকাকরণের প্রক্রিয়া আরও সচল রাখতে সাংসদদের টিকাকরণ কেন্দ্রগুলিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। সাধারণ মানুষকে দ্বিতীয় ডোজ নিয়ে উৎসাহিত করার জন্যই তাঁদের যেতে বলা হয়েছে।

শুধু তাই নয়, পেগাসাস বা কৃষি বিল সংক্রান্ত ইস্যুতে বিজেপির অবস্থান জানানোর দায়িত্বও দেওয়া হয়েছে দলের জনপ্রতিনিধিদের। যোগী রাজ্যে কৃষি বিল নিয়ে আন্দোলন সম্প্রতি ব্যাপক আকার ধরছে। তাই সতর্ক হয়েই গেরুয়া শিবিরের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। চলতি বছরে একাধিক রাজ্যে নির্বাচনে হার হয়েছে বিজেপির। তাই উত্তরপ্রদেশের মাটি ধরে রাখতে কোনও ফাঁক রাখতে চাইছে না পদ্ম শিবির। আরও পড়ুন: কসবা থানায় পোশাক বিতর্ক, কনস্টেবল ও সিভিক পুলিশকে তলব ডেপুটি কমিশনারের