ভিডিয়ো: ভয়ঙ্কর! বৃষ্টিতে আগেই টইটম্বুর ছিল নদী, বাঁধের জল ছাড়তেই ধুয়ে মুছে গেল জোড়া ব্রিজ
গতকাল বাঁধ থেকে জল ছাড়তেই নদীর জলস্তর এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। ব্রিজে এসে জলস্রোত ধাক্কা খেতেই তাসের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই ব্রিজটি।
ভোপাল: একটানা বৃষ্টিতে কানায় কানায় ভর্তি ছিল বাঁধ। জল ছাড়তেই তা নিমেষে ভাসিয়ে নিয়ে গেল দুটি ব্রিজকে। মঙ্গলবার এমনই ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকল মধ্য প্রদেশের দাতিয়া জেলা। মনিখেদা বাঁধ থেকে জল ছাড়তেই নদীর জলস্তর একধাক্কায় অনেকটা বেড়ে যায়, এরফলেই ব্রিজটিকে ভাসিয়ে নিয়ে যায় প্রবল গতিতে আসা জলস্রোত।
মঙ্গলবার সকালেই রাজ্য়ের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছিলেন যে, মণিখেদা বাঁধ উপচে পড়ায় ১০টি গেট খুলে দেওয়া হচ্ছে। নদীর তীরবর্তী গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকার কথাও বলেন তিনি। কিন্তু বেলা গড়াতেই গ্বালিয়রের সঙ্গে সংযোগকারী ব্রিজটি জলের তোড়ে সম্পূর্ণ ধুয়ে মুছে যায়।
রতনগঢ়ের বিখ্যাত দুর্গা মন্দিরে যাওয়ার সহজতম পথ ছিল ওই ব্রিজ। কিন্তু গতকাল বাঁধ থেকে জল ছাড়তেই নদীর জলস্তর এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। ব্রিজে এসে জলস্রোত ধাক্কা খেতেই তাসের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই ব্রিজটি। তবে সেই সময় ব্রিজে কেউ উপস্থিত না থাকায়, হতাহতের কোনও খবর মেলেনি। উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবর মাসে এই ব্রিজেই পদপিষ্ট হয়ে মৃত্য়ু হয়েছিল কমপক্ষে ১১৫ জন পুণ্যার্থীর।
Scary! Bridge connecting Datia to Ratangarh temple washed away, in flood fury following release of water from Manikheda Dam. Same bridge where in 2013 stampede had killed over 115 devotees @ndtvindia @ndtv @GargiRawat @manishndtv @alok_pandey pic.twitter.com/YTWoq0gr6o
— Anurag Dwary (@Anurag_Dwary) August 3, 2021
লাগাতার বৃষ্টিতে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্বালিয়র-চম্বল অঞ্চল। বন্যাদুর্গত এলাকাগুলিতে হেলিকপ্টার দিয়ে উদ্বারকার্য শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে শিবপুরী, সেওপুর, গুনা সহ একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা নয়টি জেলায় ও আটটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্জ্র মোদীও সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানান মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গতকালই তিনি রাজ্যের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের জন্য সেনা বাহিনীর সাহায্যও চেয়েছেন তিনি। আরও পড়ুন: ভারতীয় সেনার উপর লাগাতার পাথরবৃষ্টি করেছিল লাল ফৌজ, ১ বছর বাদে সামনে এল গালওয়ান সংঘর্ষের ভিডিয়ো