ইস্তফা দিলেও ছুটি মিলছে না মুখ্যমন্ত্রী পদ থেকে, আর কতদিন রাজ্যপাট সামলাতে হবে ইয়েদুরাপ্পাকে?

BS Yediyurappa Resignation: ইয়েদুরাপ্পার ইস্তফা ঘোষণার পরই কেন্দ্রীয় বিজেপির তরফে একটি পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা মন্ত্রীসভার বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম স্থির করবেন।

ইস্তফা দিলেও ছুটি মিলছে না মুখ্যমন্ত্রী পদ থেকে, আর কতদিন রাজ্যপাট সামলাতে হবে ইয়েদুরাপ্পাকে?
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2021 | 3:24 PM

বেঙ্গালুরু: সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতেই মুখ্যমন্ত্রী পগদ ছাড়ার ঘোষণা করেছেন বিএস ইয়েদুরাপ্পা। কিন্তু এত সহজে দায়িত্ব থেকে নিস্তার পাচ্ছেন না তিনি। কমপক্ষে এক সপ্তাহ তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবেই দায়িত্ব পালন করতে হবে। নতুন মুখ্যমন্ত্রীর ঘোষণা না হওয়া অবধি আপাতত তাঁকেই ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসাবে যাবতীয় দায়িত্ব পালন করতে হবে।

এ দিন সকালেই চোখে জল নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানান, তিনি আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন। গত দুই বছরের পথ চলাকে তিনি অগ্নিপরীক্ষার সঙ্গে তুলনা করেন। এ দিকে, ইস্তফা ঘোষণার কিছুক্ষণ পরই ইয়েদুরাপ্পা জানান, মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেও রাজনীতির ময়দান এখনই ছাড়ছেন না তিনি। কর্নাটকের মানুষদের উন্নয়নের লক্ষ্যেই তিনি কাজ চালিয়ে যাবেন।

ইয়েদুরাপ্পা তাঁর সমর্থকদের অনুরোধ করেন, তারা যেন বিক্ষোভ না দেখান, তিনি কর্বনাটকের মানুষের হয়েই কাজ চালিয়ে যাবেন। তিনি বলেন,  “সাধারণ মানুষের উন্নয়নে আমি আমার ১০০ শতাংশই দেব, আমার সমর্থকরাও একই কাজ করবে।” শীর্ষ নেতৃত্ব বা দলের অন্দরে সাংসদ-বিধায়কদের চাপেই তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়ছেন কিনা, তা জানতে চাওয়া হলে ইয়েদুরাপ্পা বলেন, “আমি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি যাতে অন্য কেউ মুখ্যমন্ত্রী পদের দয়িত্ব গ্রহণ করতে পারে। আগামী নির্বাচনেও আমি বিজেপিকে ক্ষমতায় আনার জন্যই লড়ব। আমার পদে কে বসবেন, তার জন্য কারোর নামও প্রস্তাব দিইনি। ”

এ দিকে, ইয়েদুরাপ্পার ইস্তফা ঘোষণার পরই কেন্দ্রীয় বিজেপির তরফে একটি পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা মন্ত্রীসভার বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম স্থির করবেন। ততদিন অবধি ইয়েদুরাপ্পাকেই ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাতে হবে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী এক-দু’দিনের মধ্যেই বেঙ্গালুরু পৌঁছবেন পর্যবেক্ষক দল। আপাতত ওই দলে কারা থাকবেন, তা স্থির করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও পর্যবেক্ষক হিসাবে কর্নাটকে যেতে পারেন বলে জানা গিয়েছে। আরও পড়ুন: মানবাধিকার প্রসঙ্গ উঠতেই চটল কেন্দ্র, মার্কিন স্টেট সেক্রেটারির সফরে আগেই কড়া বার্তা