উপত্যকায় ফের অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে আহত হয়ে ধরা দিল ১ পাকিস্তানি অনুপ্রবেশকারী

মঙ্গলবার রাতে সাম্বা সেক্টরে টহল দেওয়ার সময় সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী। তাঁরা সতর্ক করলেই ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। বাধ্য হয়ে কয়েক রাউন্ড গুলি চালায় বিএসএফ জওয়ানরা।

উপত্যকায় ফের অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে আহত হয়ে ধরা দিল ১ পাকিস্তানি অনুপ্রবেশকারী
বিএসএফ-এর হাতে উদ্ধার সাপের বিষ ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 19, 2021 | 8:33 AM

জম্মু: ক্রমাগত সীমান্ত টপকে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েই যাচ্ছে পাকিস্তানিরা। মঙ্গলবার রাতেও জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় সীমান্ত টপকে ঢোকার সময় এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনী। অনুপ্রবেশকারীকে রুখতে কয়েক রাউন্ড গুলিও চালাতে হয়, যা ওই ধৃত ব্যক্তির পিঠে লাগে।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, গতকাল রাতে সাম্বা সেক্টরে রুটিন মাফিক টহল দেওয়ার সময়ই জওয়ানরা দেখতে পান, সীমান্ত টপকে ভারতের চেষ্টা চালাচ্ছেন এক ব্যক্তি । তাঁকে সতর্ক করা হলেই তিনি পালানোর চেষ্টা করেন। বাধ্য হয়ে গুলি চালান বিএসএফ জওয়ানরা। একটি গুলি তাঁর পিঠে লাগে। এরপরই সীমান্তরক্ষী বাহিনী ওই ব্যক্তিকে ধরে ফেলে।

বর্তমানে সাম্বায় বিএসএফ হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসা চলছে। পাকিস্তান থেকে এলেও ওই ব্যক্তির আসল পরিচয় এবং কী উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তিনি, তা জানা যায়নি এখনও।

চলতি মাসে ১৫ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার অনুপ্রবেশের চেষ্টা এটি। এর আগে গত ৫ মে বিএসএফ ও আইবি-র যৌথ প্রচেষ্টায় এক অনুপ্রবেশকারীকে খতম করা হয়। ২২ মার্চও রাজা হামিদ (৪০) নামক এক পাকিস্তানের নাগরিককে সাম্বায় অবস্থিত আন্তর্জাতিক সীমান্ত টপকিয়ে প্রবেশ করতে দেখা যায়। সেই সময় টহলরত বিএসএফ জওয়ানরা তাঁকে ঘাগওয়ালের চাক দুলমা পোস্টের কাছে ধরে ফেলে।

আরও পড়ুন: করোনা কেড়ে নিল যোগীরাজ্যের আরও এক মন্ত্রীকে, প্রয়াত বিজেপি নেতা বিজয় কাশ্যপ