Pak Border: একদিকে হেরোইন, অন্যদিকে ড্রোন- পাক-প্রচেষ্টা রুখে দিল ভারত

সীমান্ত থেকে মোট ২৫টি প্যাকেট উদ্ধার হয়েছে। সেগুলিতে হেরোইন রয়েছ এবং প্রতি প্যাকেটের ওজন প্রায় ২৫ কেজি।

Pak Border: একদিকে হেরোইন, অন্যদিকে ড্রোন- পাক-প্রচেষ্টা রুখে দিল ভারত
প্রতীকি চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 4:57 PM

চণ্ডীগড়: একদিকে চিনের চোখরাঙানি, অপরদিকে পাক (Pakistan) অনুপ্রবেশকারীর মাদক পাচারের চেষ্টা! পঞ্জাবের পাকিস্তান সীমান্ত দিয়ে সন্দেহভাজন পাক পাচারকারীর অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল BSF। সীমান্ত থেকে উদ্ধার হল ২৫ প্যাকেট মাদক। সেগুলিতে হেরোইন রয়েছে বলে দাবি BSF-এর। বুধবার ভোররাত ১টা ৫০ মিনিট নাগাদ পঞ্জাবের সীমান্তবর্তী ফাজিলকা জেলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

BSF সূত্রে খবর, এদিন ভোররাতে পঞ্জাবের সীমান্তবর্তী ফাজিলকা জেলার গাত্তি আজাইব সিং গ্রামের কাঁটাতার পেরিয়ে কয়েকজন ভারত ভূ-খণ্ডে ঢোকার চেষ্টা করছিল বলে অভিযোগ। বিএসএফ-এর জওয়ানরা দেখা মাত্রই তাদের পিছু ধাওয়া করে। পরপর কয়েক রাউন্ড গুলিও ছোড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বেগতিক বুঝে অনুপ্রবেশকারীরা কাঁটাতারের ওপার থেকে কয়েকটি প্যাকেট ছুড়ে দিয়ে পালিয়ে যায়। সেগুলি মাদকের প্যাকেট এবং অনুপ্রবেশকারীরা আদতে মাদক পাচারকারী ছিল বলে বিএসএফ-এর প্রাথমিক অনুমান।

বিএসএফ-এর এক আধিকরিক জানান, সীমান্ত থেকে মোট ২৫টি প্যাকেট উদ্ধার হয়েছে। সেগুলিতে হেরোইন রয়েছ এবং প্রতি প্যাকেটের ওজন প্রায় ২৫ কেজি। এছাড়া একটি PVC পাইপ এবং একটি শাল উদ্ধার হয়েছে সীমান্ত থেকে। হেরোইনের প্যাকেচ সহ উদ্ধার হওয়া সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রসঙ্গত, দিন তিনেক আগেই ভারতের আকাশে দেখা দিয়েছিল পাকিস্তানি ড্রোন। পঞ্জাবের গুরুদাসপুর জেলার চান্দু ওয়াডালা বিএসএফ (BSF) চৌকির ২৫০ মিটার উপর উড়তে দেখা যায় ড্রোনটিকে। BSF জওয়ানরা দেখা মাত্রই গুলি ছোড়ে এবং ড্রোনটি পাকিস্তানের দিকে চলে যায়। তারপর এলাকায় চিরুনি তল্লাশি শুরু হলেও কিছু পাওয়া যায়নি।