4 Pakisatni Apprehended in Kutch : বড়সড় নাশকতার ছক? ভোরের আলো ফুটতে না ফুটতে অনুপ্রবেশের চেষ্টা, গুজরাটে ধৃত ৪ পাকিস্তানি

4 Pakisatni Apprehended in Kutch : গুজরাটে কচ্ছ এলাকায় চার পাকিস্তানিকে আটক করল বিএসএফ। ধৃতরা দবি করছে যে তারা মৎসজীবী। তবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা।

4 Pakisatni Apprehended in Kutch : বড়সড় নাশকতার ছক? ভোরের আলো ফুটতে না ফুটতে অনুপ্রবেশের চেষ্টা, গুজরাটে ধৃত ৪ পাকিস্তানি
চার পাকিস্তানিকে আটক করেছে বিএসএফ (ছবি সৌজন্যে : বিএসএফ)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2022 | 4:52 PM

গান্ধীনগর : জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ। গুজরাটে কচ্ছ এলাকায় চার পাকিস্তানিকে আটক করল বিএসএফ। ধৃতরা দবি করছে যে তারা মৎসজীবী। তবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা। এই আবহে এই চার পাকিস্তানিকে আটক করে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। গুজরাটের কচ্ছ জেলার হারামি নালা এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় ১০টি বোটও বাজেয়াপ্ত করেছে বিএসএফ। এই ঘটনার পর বিএসএফ-এর দল এলাকাটি ঘেরাও করে রেখেছে। এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। তবে নিরাপত্তাকর্মীরা নৌকা থেকে সন্দেহজনক কিছু উদ্ধার করতে পারেনি।

এই ঘটনা প্রসঙ্গে এক বিএসএফ কর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘৭ জুলাই ভোরবেলা ভূজে বিএসএফ-এর একটি বিশেষ অ্যামবুশ দল কচ্ছ জেলার ভারত-পাক সীমান্তে টহল দিচ্ছিল। সেই সময় হারামি নালার জলের চ্যানেলগুলির একটি দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করছিল এই পাকিস্তানিরা। সেই সময় চার পাকিস্তানি জেলেকে আটক করে বিএসএফ। তাদের ১০টি মাছ ধরার নৌকা আটক করেছেন জওয়ানরা।’

এর আগে ২৫ জুন এই হারামি নালা এলাকা থেকেই দুই পাকিস্তানি জেলেকে আটক করেছিল বিএসএফ। ভারতে অনুপ্রবেশ করার পর পাকিস্তানে ফিরে পালানোর চেষ্টা করছিল তারা। সেই সময় বিএসএফ তাদের ধরার চেষ্টা করেছিল। বিএসএফ সেই মৎসজীবীদের পা লক্ষ্য করে গুলি করলে দু’জনেরই গোড়ালিতে লাগে। বিএসএফ কর্মকর্তারা এই এলাকারই বিভিন্ন স্থান থেকে নয়টি পাকিস্তানি মাছ ধরার নৌকা আটক করেছিল সেই অভিযানে। কিন্তু সেবারে পাক মৎসজীবীরা পালিয়ে গিয়েছিল। কচ্ছের ৩০০ বর্গ কিমি এলাকার কোথাও তারা লুকিয়ে পড়েছিল।

এর আগে জুনের প্রথম সপ্তাহে বিএসএফ ভূজে জাখাউ মেরিন পুলিশের সঙ্গে যৌথ অনুসন্ধান অভিযানে জাখাউ বন্দর এলাকার কাছে বড় সাফল্য পেয়েছিল। সায়ালি খাড়ি থেকে ৪৯ প্যাকেট সন্দেহজনক হেরোইন জব্দ করেছিল যৌথ দলটি। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২৫০ কোটি টাকা বলে অনুমান করা হয়। এর আগে ২১ মে ভারতীয় কোস্ট গার্ড এবং গুজরাট পুলিশের এটিএস স্যার ক্রিক এবং জাখাউ বন্দরের মধ্যে আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্তের কাছে একটি পাকিস্তানি নৌকা আটক করেছিল। সেই অভিযানে সাত পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছিল। এই অভিযান চলাকালীন নাকি ধৃত পাকিস্তানিরা মাদক সমুদ্রে ফেলে দিয়েছিল।