ভিডিয়ো: সজোরে ধাক্কায় স্কুটারের আরোহী গাড়ির ছাদে! সেই অবস্থায় ৪ কিলোমিটার ছুটল চারচাকা

Road Accident in Delhi: মৃত ব্যক্তির নাম দীপাংশু ভর্মা (৩০)। তাঁর একটি গয়নার দোকান রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার দিন রাতে তিনি তাঁর এক আত্মীয় মুকুলের (২০) সঙ্গে বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে।

ভিডিয়ো: সজোরে ধাক্কায় স্কুটারের আরোহী গাড়ির ছাদে! সেই অবস্থায় ৪ কিলোমিটার ছুটল চারচাকা
দিল্লিতে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 4:12 PM

নয়া দিল্লি: কাজ শেষে স্কুটারে করে বাড়ি ফিরছিল দুই যুবক। রাস্তাতেই পিছন থেকে তাঁদের সজোরে ধাক্কা মারে একটি চারচাকা (Road Accident in Delhi)। মুহূর্তেই স্কুটার থেকে দূরে ছিটকে পড়েন এক যুবক। অন্যজন গিয়ে পড়েন গাড়ির ছাদে। তবে তখনও থামেনি ঘাতক গাড়িটি। ওই অবস্থাতেই ছুটতে থাকে। প্রায় ৪ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে আহত ওই ব্যক্তিকে ফেলে পালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার রাতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে নয়া দিল্লির কস্তরবা গান্ধী মার্গ এলাকায়। 

মৃত ব্যক্তির নাম দীপাংশু ভর্মা (৩০)। তাঁর একটি গয়নার দোকান রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার দিন রাতে তিনি তাঁর এক আত্মীয় মুকুলের (২০) সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন মুকুলও। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, ধাক্কা মারার পর গাড়িটি এক বিন্দুও থামেনি। রক্তাক্ত অবস্থাতেই ছাদের উপর থাকা দীপাংশুকে নিয়ে ছুটতে থাকে। পিছন থেকে বারবার গাড়িটিকে থামতে বলা হলেও গাড়ির চালক তাতে কর্ণপাত করেননি। তিনিই পুরো ঘটনা গাড়ির পিছন থেকে রেকর্ড করেন।

এ ঘটনায় ইতিমধ্যেই খুন মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চারচাকা গাড়ির চালকের নাম হারনীত সিং চাওলা। দুর্ঘটনার সময় তাঁর গাড়িতে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ। ধৃতের কড়া শাস্তির দাবি করেছেন দীপাংশুর বোন উন্নতি ভার্মা। তিনি বলেন, দুর্ঘটনার পর দুজন ব্যক্তি বারবার গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু, চালক গাড়ি থামাননি। উল্টে আরও জোরে চালাতে শুরু করেন। গাড়ির ছাদের উপর আমার দাদা তখনও বেঁচে। ওই অবস্থাতেই তাঁকে আরও চার কিলোমিটার টেনে নিয়ে যায়। তারপর ফেলে পালানোর সময় দাদার মাথায় আঘাত লাগে। তাতেই মৃত্যু হয়। আমরা ওই চালকের কড়া শাস্তির দাবি করছি। এমন শাস্তি হোক যাতে আর কোনওদিন কেউ এ ধরনের কাণ্ড করার সাহস না দেখায়।