পটনায় প্রতিবাদ, অভিযোগ দায়ের তেজস্বী সহ ১৮ জনের বিরুদ্ধে

আজ রাষ্ট্রীয় জনতা দল পটনার গান্ধী ময়দানে কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় একটি বিক্ষোভ সভার আয়োজন করে। সভায় দাঁড়িয়ে দলের নেতা তেজস্বী যাদব বলেন,"আমরা চাই কেন্দ্র এই কালা আইন প্রত্যাহার করুক।"

পটনায় প্রতিবাদ, অভিযোগ দায়ের তেজস্বী সহ ১৮ জনের বিরুদ্ধে
পটনায় সভাস্থলে তেজস্বী।
Follow Us:
| Updated on: Dec 05, 2020 | 9:02 PM

পটনা: দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতেই মামলা দায়ের হল আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav) সহ ১৮ জনের বিরুদ্ধে। অভিযোগ, বিনা অনুমতিতেই বিক্ষোভ সবার আয়োজন করেছিল তাঁরা।

কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা যোগ দিচ্ছেন দিল্লিতে চলা সরকারের বিরুদ্ধে আন্দোলনে। এবার সেই দলে নাম লেখাল বিহারও। আজ রাষ্ট্রীয় জনতা দল পটনার গান্ধী ময়দানে কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় একটি বিক্ষোভ সভার আয়োজন করে। সভায় দাঁড়িয়ে দলের নেতা তেজস্বী যাদব বলেন,”আমরা চাই কেন্দ্র এই কালা আইন প্রত্যাহার করুক।”

তবে প্রতিবাদ সভা শেষ হতে না হতেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। করোনা সংক্রমণের মাঝে বিনা অনুমতিতে বিক্ষোভ সভার আয়োজন ও তাতে নিয়ম না মেনে বিপুল জনসমাগম হওয়ার কারণে দায়ী করে তেজস্বী সহ ১৮ জনের বিরুদ্ধে মহামারি আইন (Epidemic Diseases Act) ও অন্যান্য ভারতীয় দন্ডবিধির ধারায় অভিযোগ দায়ের করা হয়। এছাড়াও সভায় উপস্থিত ৫০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে এখনও অবধি তেজস্বী যাদব এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। উল্লেখ্য, আজই কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে একটি টুইট করেন। সেই টুইটে ২০০৬ সালে পিএমসি (PMC) আইন বিলোপের ফলে বিহারের কৃষকরা কতটা সমস্যায় পড়েছেন, তা উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ফের মোদীকে আক্রমণ, কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাল রাহুল