ফের মোদীকে আক্রমণ, কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাল রাহুল

কংগ্রেস নেতা বলেন,"প্রধানমন্ত্রী নতুন কৃষি বিল নিয়ে কৃষকদের বিভ্রান্ত করছে ও ভুল পথে চালানোর চেষ্টা করছে।" তিনি এই বিষয়ে বলেন, "এমএসপি-এপিএমসি না থাকায় বিহারের কৃষকরা বহু সমস্যায় পড়েছেন। এখন প্রধানমন্ত্রী গোটা দেশকেই সেই পথে ঠেলে দিয়েছেন। এই পরিস্থিতিতে আমাদের দেশের অন্নদাতাদের পাশে দাঁড়ানো উচিত।"

ফের মোদীকে আক্রমণ, কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাল রাহুল
গ্যাস-পেট্রোলের বর্ধিত দাম নিয়ে বারবার আক্রমণ শানাচ্ছে বিরোধীরা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2020 | 7:35 PM

দিল্লি: সরকার-কৃষকপক্ষের তৃতীয় দফার বৈঠকের আগেই ফের একবার টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দেশবাসীকে কৃষকদের সমর্থন করে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সম্প্রতি এক বৈঠকে নতুন কৃষিবিলের গুরুত্ব বোঝাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০০৬ সালে বিহারের এপিএমসি বা সরকারি মান্ডি তুলে দেওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন। কিন্তু তার ফলে বিহারের কৃষকরা যে চরম ক্ষতির মুখে পড়েছে প্রসঙ্গ টেনেই কংগ্রেস নেতা বলেন,”প্রধানমন্ত্রী নতুন কৃষি বিল নিয়ে কৃষকদের বিভ্রান্ত করছেন ও ভুল পথে পরিচালনার চেষ্টা করছেন।” তিনি এই বিষয়ে বলেন, “এম এসপি-এপিএমসি না থাকায় বিহারের কৃষকরা বহু সমস্যায় পড়েছেন। এখন প্রধানমন্ত্রী গোটা দেশকেই সেই পথে ঠেলে দিয়েছেন। এই পরিস্থিতিতে আমাদের দেশের অন্নদাতাদের পাশে দাঁড়ানো উচিত।”

টুইটের সঙ্গে একটি ভিডিয়োও জুড়ে দেন রাহুল গান্ধী। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এপিএমসি ব্যবস্থা তুলে দেওয়ায় কীভাবে কৃষকরা উপকৃত হবে, সেই বিষয়ে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। ভিডিয়োর শেষে বলা হচ্ছে,”পিএমসি আইন বিলোপ দেশের জন্য কতটা ক্ষতিকর, সেই বিষয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে বিভ্রান্ত করেছেন। যদি আপনারা দেশের সমস্ত কৃষক সম্প্রদায়কে সমস্যায় না ফেলতে চান, তবে তাদের পাশে দাঁড়ান।”

আরও পড়ুন: কৃষক-কেন্দ্র বৈঠকের আগে মোদীর বাসভবনে শাহ, রাজনাথ

সম্প্রতি মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠকে প্রধানমন্ত্রী বিহারের উদাহরণ ব্যবহার করে এপিএমসি আইনের অসুবিধার উপর জোর দেন এবং বলেন,”এই কারণেই ১৪ বছর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আইনটি বিলোপ করেন।”

বিগত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা দিল্লি সীমান্তে প্রতিবাদ প্রদর্শন করছেন। তাঁদের দাবি, নতুন তিনটি কৃষি বিল প্রত্যাহার করতে হবে। আজ ফের এই বিষয়ে বৈঠকে বসেছে সরকার ও কৃষক সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুন: ‘বিজেপি কীভাবে রুখতে হয় হায়দরাবাদ থেকে শিখুক গোটা দেশ’