Andhra Pradesh: ৪০ কোটি টাকা দিয়ে নিজের ভাইকেই খুন, সিবিআইয়ের হাতে গ্রেফতার অন্ধ্রের মুখ্যমন্ত্রীর কাকা

AP MP Murder Case: ২০১৯ সালের ১৫ মার্চ অন্ধ্র প্রদেশের পুলিভেন্দুলায় নিজের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বিবেকানন্দ রেড্ডিকে। ঘটনার দিন রাতে তিনি বাড়িতে একাই ছিলেন। দরজা ভেঙে ঘরে ঢুকে আততায়ী তাঁকে খুন করে।

Andhra Pradesh: ৪০ কোটি টাকা দিয়ে নিজের ভাইকেই খুন, সিবিআইয়ের হাতে গ্রেফতার অন্ধ্রের মুখ্যমন্ত্রীর কাকা
নিজের ভাইকে খুনের অভিযোগে গ্রেফতার অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর কাকা।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 10:47 AM

নয়া দিল্লি: সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার মুখ্য়মন্ত্রীর কাকা। অন্ধ্র প্রদেশের প্রাক্তন সাংসদ বিবেকানন্দ রেড্ডির খুনের মামলায় জড়িত থাকার অভিযোগে রবিবার সিবিআই অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি(YS Jagan Mohan Reddy)-র কাকা ওয়াইএস ভাস্কর রেড্ডি(YS Bhaskar Reddy)-কে গ্রেফতার করে। ২০১৯ সালের অন্ধ্র প্রদেশ বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগে, ১৫ মার্চ রাতে খুন হন সাংসদ বিবেকানন্দ রেড্ডি(Vivekananda Reddy)। প্রথমে তাঁর খুনের মামলার তদন্ত করছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। পরে ২০২০ সালে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজাশেখর রেড্ডির ভাই ছিলেন বিবেকানন্দ রেড্ডি। বর্তমান মুখ্য়মন্ত্রী জগন্মোহন রেড্ডির কাকা হন তিনি। ২০১৯ সালের ১৫ মার্চ অন্ধ্র প্রদেশের পুলিভেন্দুলায় নিজের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বিবেকানন্দ রেড্ডিকে। ঘটনার দিন রাতে তিনি বাড়িতে একাই ছিলেন। দরজা ভেঙে ঘরে ঢুকে আততায়ী তাঁকে খুন করে।

প্রথমে এই মামলার তদন্ত করছিল অন্ধ্র প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল। পরে অন্ধ্র প্রদেশ হাই কোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। সিবিআইয়ের চার্জশিটে উল্লেখিত তথ্য় অনুযায়ী, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনের আগে আসন নিয়ে রেড্ডি পরিবারের মধ্যে বিরোধ বেধেছিল। নিহত বিবেকানন্দ রেড্ডি চেয়েছিলেন, কাডাপা লোকসভা কেন্দ্র থেকে বর্তমান সাংসদ অবিনাশ রেড্ডির বদলে তাঁকে যেন প্রার্থী করা হয়। যদি তাঁকে প্রার্থী না করা হয়, তবে যেন ওয়াইএস শর্মিলা (মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বোন) বা ওয়াইএস বিজয়াম্মা (মুখ্যমন্ত্রীর মা)-কে প্রার্থী করা হয়।

এই অবিনাশ রেড্ডিরই বাবা হলেন ওয়াইএস ভাস্কর রেড্ডি। অবিনাশের প্রার্থী হওয়া নিয়ে বিবেকানন্দ বিরোধিতা করায় দুই ভাইয়ের মধ্যে বিরোধ তৈরি হয়। ছেলের রাজনৈতিক কেরিয়ারের পথ সাফ করতে তাই ভাইকে খুনের সুপারি দেন ভাস্কর। সিবিআইয়ের দাবি, বিবেকানন্দ রেড্ডিকে খুন করার জন্য ৪০ কোটি টাকা দেওয়া হয়েছিল।

এদিন সকালেই কাডাপায় মুখ্যমন্ত্রীর কাকা ভাস্কর রেড্ডির বাড়িতে হাজির হয় সিবিআই। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি (চক্রান্ত), ৩০২ (খুন), ২০১ (প্রমাণ নষ্ট করা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, আজই হায়দরাবাদে নিয়ে আসা হবে ভাস্কর রেড্ডিকে। বিকেলে ম্য়াজিস্ট্রেটের সামনে তাঁকে পেশ করা হবে।