BSF: ভোররাতে পঞ্জাবের সীমান্ত এলাকায় ‘পাক’ ড্রোনের হানা, উদ্ধার প্রচুর হেরোইন

BSF: প্রসঙ্গত, ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের ৩ হাজার ৩২৩ কিলোমিটার এলাকা প্রহরার দায়িত্ব রয়েছে বিএসএফের উপর। কিন্তু, এই সাম্প্রতিককালে এই সীমান্ত এলাকার নানা প্রান্তে লাগাতার পাক ড্রোনের দেখা মিলেছে।

BSF: ভোররাতে পঞ্জাবের সীমান্ত এলাকায় ‘পাক’ ড্রোনের হানা, উদ্ধার প্রচুর হেরোইন
সন্দেহজনক ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে পঞ্জাবের অমৃতসরের কাছে বাচিন্দ গ্রামের অদূরে ভারত-পাক সীমান্তে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 10:02 AM

পঞ্জাব: বিগত কয়েক বছরে সীমান্ত এলাকায় পাক ড্রোনের যাতায়াত রীতিমতো উদ্বেগ বাড়িযেছে বিএসএফের (BSF)। এবার ফের এক সন্দেহজনক ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে পঞ্জাবের অমৃতসরের কাছে বাচিন্দ গ্রামের অদূরে ভারত-পাক সীমান্তের (India-Pakistan Border) কাছে। ফের পাক যোগের সন্দেহ করা হচ্ছে শনিবার রাত ৩.২১ মিনিট নাগাদ প্রথম ড্রোনটিকে দেখেন সীমান্ত প্রতিরক্ষা বাহিনীর জওয়ানরা। তারপরই সেটিকে নীচে নামিয়ে আনা হয়। এর খানিক পরেই ওই এলাকার একটি চাষের জমি থেকে প্রায় ৩.২ কেজির হেরোইন উদ্ধার করে বিএসএফ। পাশাপাশি একটি একটি ব্যাগ থেকে অদ্ভুত লোহার আংটি উদ্ধার হয়েছে বলেও জানা যাচ্ছে। 

গোটা ঘটনার কথা টুইট করেও জানানো হয়েছে বিএসএফের পঞ্জাব ফ্রন্টিয়ারের তরফে। এর আগে বৃহস্পতিবারও কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গিয়েছিল জম্মু-কাশ্মীরের রাজৌরিতে। নিয়ন্ত্রণরেখা পার করতেই একটি ড্রোনকে গুলি করে মাটিতে নামায় সেনা। প্রচুর গোলাবারুদ, কিছু নগদ টাকা ও কিছু সিল করা প্যাকেট উদ্ধার হয়। 

প্রসঙ্গত, ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের ৩ হাজার ৩২৩ কিলোমিটার এলাকা প্রহরার দায়িত্ব রয়েছে বিএসএফের উপর। কিন্তু, এই সাম্প্রতিককালে এই সীমান্ত এলাকার নানা প্রান্তে লাগাতার পাক ড্রোনের দেখা মিলেছে। কখনও ড্রাগ জাতীয় দ্রব্য, কখনও আবার অস্ত্রশস্ত্র বহনও করতে দেখা গিয়েছে এই ধরনের ড্রোনগুলিকে। এর সঙ্গে সরসরি পাকমদতপুষ্ট দুষ্কৃতীদের যোগ রয়েছে বলে মনে করেছেন গোয়েন্দারা।