কারাগারে নিশিযাপন করতে হল না কেন্দ্রীয় মন্ত্রীকে, প্রায় মধ্যরাতে জামিন পেলেন নারায়ণ
শেষ ২০ বছরে প্রথমবার কোনও কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতার হলেও জেলে রাত কাটাতে হল না তাঁকে।
মুম্বই: মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার হুমকি দিয়ে গ্রেফতার হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। বহু কাঠখড় পোড়ানোর পর মঙ্গলবার গভীর রাতেই জামিন পেলেন তিনি। শেষ ২০ বছরে প্রথমবার কোনও কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতার হলেও জেলে রাত কাটাতে হল না তাঁকে। সূত্রের খবর, ব্যক্তিগত ১৫ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে মাহাদ ম্যাজিস্ট্রেট আদালত। রাত সাড়ে ১১ টার পর তাঁর জামিন মঞ্জুর হয়। মুখ্যমন্ত্রীকে থাপ্পড় মারার কথা বলার কারণে মঙ্গলবার দুপুরেই তাঁকে গ্রেফতার করেছিল মহারাষ্ট্র পুলিশ।
#UPDATE | Mahad Magistrate Court has granted bail to Union Minister Narayan Rane on furnishing a personal bond of Rs 15,000 in connection with his alleged statement against Maharashtra Chief Minister Uddhav Thackeray pic.twitter.com/OlwbVlQc3Y
— ANI (@ANI) August 24, 2021
গোটা বিতর্কের সূত্রপাত মহা আগাড়ি জোটের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একটি মন্তব্যকে কেন্দ্র করে। উদ্ধব কথাপ্রসঙ্গে মজাচ্ছলে বলেছিলেন, তিনি নাকি জানানে না যা ভারত কত সালে স্বাধীনতা লাভ করছিল। যার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ অগস্ট ভাষণ দেওয়ার সময় ভাষণ থামিয়ে তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, ‘এ বার স্বাধীনতার কত বছর?’ রাণের কথায়, স্বাধীনতার বছর কী ভাবে ভুলে যেতে পারেন উদ্ধব? তিনি বলেন, “আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।”
এই মন্তব্যের জেরেই রাণের বিরুদ্ধে একসঙ্গে ৪ টি এফআইআর দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয় রাণের বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে মুম্বই। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরে জড় হয়ে বিক্ষোভ দেখান শিব সেনার সদস্যরা। মহারাষ্ট্রের নাসিকেও সাইবার ক্রাইম বিভাগে শিবসেনার অভিযোগের ভিত্তিতে এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়। রাণেকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশ কমিশনার দীপক পাণ্ডে। কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করার জন্য ডিসিপি সঞ্জয় বারকুণ্ডের নেতৃত্বে একটি দল গঠন করা হয়। তাঁরাই রাণের বাড়ি গিয়ে তাঁকে গ্রেফতার করেন।
এই ঘটনার পর থেকেই বিজেপির পক্ষ থেকে ক্রমাগত পালটা আক্রমণ চলে শিবসেনার বিরুদ্ধে। দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তারা কেন্দ্রীয় মন্ত্রীর চড় মারার মন্তব্যকে সমর্থন করে না। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী প্রতি দলের ১০০ শতাংশ সমর্থন রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারির পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একটি টুইটে লেখেন, “কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের গ্রেফতারির মাধ্যমে মহারাষ্ট্র সরকার সাংবিধানিক মূল্য হনন করেছে। এই ধরনের কার্যকলাপে আমরা ভয়ও পাব না, পিছিয়েও আসব না। বিজেপির জন আশীর্বাদ যাত্রায় যে অপার সমর্থন দেখা যাচ্ছে এতে এরা (বিরোধীরা) বিভ্রান্ত হয়ে গিয়েছে। আমরা গণতান্ত্রিকভাবে লড়াই চালিয়ে যাব। যাত্রা জারি থাকবে।”
অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সরাসরি ‘তালিবানি’ তোপ দেগেছেন মহা আগাড়ি জোট সরকারের বিরুদ্ধে। তাঁর সোজা কথা, “রাজনৈতিক প্রতিহিংসার থেকেই রাজ্য পুলিশকে কাজে লাগিয়ে এই ঘৃণ্য কাজ করছে মহারাষ্ট্র সরকার।” রাজ্য সরকারের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, “তালিবানি শাসন না চালিয়ে আইনশৃঙ্খলা মেনে কাজ করুন।” আরও পড়ুন: ৭০ বছরের সম্পদ ‘বন্ধুদের’ হাতে তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী! ‘উপহার’-এর তালিকা ধরালেন রাহুল