Passenger Train Cancel: চরম দুর্ভোগ যাত্রীদের, মালগাড়িকে ‘পথ’ ছাড়তে বাতিল হচ্ছে ৬০০-রও বেশি ট্রেন!

Coal Crisis: যাতে কম সময়ে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা পৌঁছে যায়, সেই কারণে প্যাসেঞ্জার, দূরপাল্লার ট্রেনের সময়সীমা পরিবর্তন ও কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দৈনিক ১৬ টিরও বেশি প্যাসেঞ্জার, এক্সপ্রেস ট্রেন বাতিল হতে পারে।

Passenger Train Cancel: চরম দুর্ভোগ যাত্রীদের, মালগাড়িকে 'পথ' ছাড়তে বাতিল হচ্ছে ৬০০-রও বেশি ট্রেন!
মালগাড়ির যাতায়াতের জন্য বাতিল হবে যাত্রীবাহী ট্রেন।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2022 | 5:17 AM

নয়া দিল্লি: ট্রেনযাত্রীদের আরও দুর্ভোগ বাড়তে চলেছে এই গরমে। মালগাড়ি(Coal Carriage)-কে জায়গা ছেড়ে দিতে বাতিল করা হচ্ছে একাধিক যাত্রীবাহী ট্রেন (Passenger Train)। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। জানা গিয়েছে, গরম বাড়তেই দেশের বিভিন্ন প্রান্তে যে বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে, তা মেটাতে রাজ্যগুলিতে কয়লা সরবরাহ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৫০০টি দূরপাল্লার ট্রেন-সহ মোট ৬৭০টি ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। দৈনিক গড়ে ১৬টি ট্রেন বাতিল হতে পারে।

দেশের ৭০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয় কয়লার মাধ্যমে। তবে গরম বাড়তেই বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে। পর্যাপ্ত কয়লার জোগান না থাকায় দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান-সহ একাধিক রাজ্যে ব্ল্যাকআউট শুরু হয়েছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কয়লার বদলে বিকল্প শক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে আবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ায় বিশ্ববাজারেও জ্বালানির দাম বেড়েছে।

এই পরিস্থিতিতে কয়লা সঙ্কট মেটাতে কেন্দ্রের তরফে দ্রুত মালগাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় রেলওয়ের এগজিকিউটিভ ডিরেক্টর কৃষ্ণা বনসল জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি আপাতত প্যাসেঞ্জার ট্রেনের সময়সীমায় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে কম সময়ে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা পৌঁছে যায়, সেই কারণে প্যাসেঞ্জার, দূরপাল্লার ট্রেনের সময়সীমা পরিবর্তন ও কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দৈনিক ১৬ টিরও বেশি প্যাসেঞ্জার, এক্সপ্রেস ট্রেন বাতিল হতে পারে। সবমিলিয়ে ৬৭০টি ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ২৪ মে অবধি এই নিয়ম কার্যকর থাকবে।

বর্তমানে দৈনিক ৪০০-রও বেশি মালগাড়ি চলে। প্রতিটি ট্রেনের বহনক্ষমতা সাড়ে ৩ হাজার টন। আপাতত কয়লা সঙ্কট মেটাতে ১ লক্ষ ওয়াগন যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালগাড়ি তাড়াতাড়ি পৌঁছনোর জন্য ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: COVID-19 in India: মার্চের রেকর্ড ভাঙল দৈনিক সংক্রমণ, একদিনেই করোনায় মৃত্যু ৬০ জনের

আরও পড়ুন: Bihar Crime: বাড়ি ফিরতে নারাজ স্ত্রী, শ্যালিকাকে নিয়েই চম্পট দিলেন যুবক!