‘রাজ্যভিত্তিক নয়, গোটা দেশেই লকডাউন করা উচিত’ প্রধানমন্ত্রীকে পরামর্শ গেহলটের
এই পরিস্থিতিতে কেন্দ্রের গোটা দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন করা উচিত বলেই জানান তিনি। গতবছরের লকডাউনের স্মৃতি থেকে সুবিধা ও অসুবিধার দিকগুলি পরাযলোচনা করে লকডাউন করা উচিত বলে জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী।
জয়পুর: রাজ্য ভিত্তিক নয়, বর্তমান করেনা পরিস্থিতিতে কেন্দ্রের উচিত গোটা দেশজুড়েই লকডাউন করা, রবিবার এমনটাই জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানান, সংক্রমণের দ্বিতীয় ঢেউ আরও বেশি ভয়ঙ্কর ও অজানা। সুতরাং এই পরিস্থিতিতে ঝুঁকি না বাড়ানোই উচিত।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে চিত্তোরগঢ় ও শ্রী গঙ্গাধর জেলা দুটি মেডিক্যাল কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীকে রাজ্যের অক্সিজেন বরাদ্দ বাড়ানোর কথাও বলেন তিনি। এরপরই একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি জানান, বহু রাজ্যে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে লকডাউন বা কার্ফুর মতো বিধি নিষেধ আরোপ করা হয়েছে। কিন্তি আন্তঃরাজ্য যোগাযোগের মধ্যে ঘাটতি থেকেই যাচ্ছে।
এই পরিস্থিতিতে কেন্দ্রের গোটা দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন করা উচিত বলেই জানান তিনি। গতবছরের লকডাউনের স্মৃতি থেকে সুবিধাব ও অসুবিধার দিকগুলি পরাযলোচনা করে লকডাউন করা উচিত বলে জানান তিনি।
ইতিমদ্যেই রাজস্থান সরকারের তরফে ১০ মে থেকে ২৪ মে অবধি কড়া লকডাউনের ঘোষণা করেছে। বাকি রাজ্য আন্তঃরাজ্য চলাচল জারি থাকলেও এক্ষেত্রে সেটিও বন্ধ রাখা হয়েছে। দিল্লিতেও আগামী এক সপ্তাহের জন্য লকডাউফনের মেয়াদ, বৃদ্ধি করা হয়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, হরিয়ানা ও কর্নাটকেও লকডাউন ও কার্ফু জারি করা হয়েছে।
অন্যদিকে, প্রতিদিনই দেশের সার্বিক করোনা পরিস্থিতি জানতে প্রায় প্রতিদিনই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : করোনাকালে নতুন ব্যবসা, শ্মশানে মৃতদেহের কাপড় চুরি করে ধোলাই করে বিক্রি, ধৃত ৭