Betting Ad: অনলাইন বেটিং বিজ্ঞাপন নিয়ে ডিজিটাল মাধ্যমগুলিকে সতর্ক করল কেন্দ্র

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বেটিং এবং জুয়ার কারবার ভারতে অবৈধ। অনলাইন বেটিং এবং জুয়ার কারবার করা প্ল্যাটফর্ম নিষিদ্ধ।

Betting Ad: অনলাইন বেটিং বিজ্ঞাপন নিয়ে ডিজিটাল মাধ্যমগুলিকে সতর্ক করল কেন্দ্র
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2022 | 8:48 AM

নয়াদিল্লি: অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন চালানো নিয়ে সতর্কবার্তা দিল কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদীর সরকার সোমবার এ নিয়ে ডিডিটাল পাবলিসার্স, ওটিটি প্ল্যাটফর্ম এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলিকে পরামর্শ দিয়েছে। তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে- প্রোমোশনাল কনটেন্ট এবং বেটিং সংক্রান্ত বিজ্ঞাপন এখনও দেখা যাচ্ছে বিভিন্ন ডিডিটাল খবরের মাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্মে। কিছু বেটিং সাইট নিজেরাই খবরের ওয়েবসাইট বানাচ্ছে এবং তাকে অফলাইন বেটিং বিজ্ঞাপন চালাচ্ছে।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বেটিং এবং জুয়ার কারবার ভারতে অবৈধ। অনলাইন বেটিং এবং জুয়ার কারবার করা প্ল্যাটফর্ম নিষিদ্ধ। কিন্তু তবুও অসৎ উপায় অবলম্বন করে এই কারবার চালানো হচ্ছে। খবরের সাইটের মাধ্যমে অনলাইন বেটিং সংস্থারা নিজেদের বিজ্ঞাপন দেখিয়ে যাচ্ছেন। সেই বেটিং সংস্থার লোগোর সঙ্গে খবরের সাইটের লোগো দেখতে প্রায় একই রকম।

এ নিয়ে সোমবার মন্ত্রকের তরফে বলা হয়েছে, “খবরের আড়ালে বেটিং এবং জুয়ার কারবার করার সাইট গুলি নিজেদের বিজ্ঞাপিত করছে। উপভোক্তা বিভাগও জানিয়েছে, অনলাইন বেটিং সাইটগুলি স্পোর্টস ব্লগ, স্পোর্টস নিউজ ওয়েবসাইটে নিজেদের বিজ্ঞাপন সুকৌশলে ছড়িয়ে দিচ্ছে।”

এই বিজ্ঞাপন বন্ধ করার জন্যই নিউজ ওয়েবসাইট এবং ওটিটি প্ল্যাটফর্মগুলিকে পরামর্শ দিয়েছে কেন্দ্র।