Punjab New CM: নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন চরণজিৎ সিং চন্নি, চূড়ান্ত হল ২ উপ-মুখ্যমন্ত্রীর নামও
Charanjit Singh Channi Takes Oath as New Punjab CM: শনিবার পরিষদীয় বৈঠক শুরুর আধ ঘণ্টা আগেই রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং।
চণ্ডীগঢ়: নতুন মুখ্যমন্ত্রী পেল পঞ্জাব (Punjab)। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi)। শনিবার ক্য়াপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh) মুখ্য়মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই রাজ্যে যে রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছিল, তা মেটাতে রবিবারই কংগ্রেসের তরফে জানানো হয়, নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চরণজিৎ সিং। এ দিন রাহুল গান্ধী(Rahul Gandhi)-র উপস্থিতিতে চণ্ডীগঢ়ের রাজভবনে শপথ নেন চরণজিৎ সিং। সুখজিন্দর সিং রানধাওয়া এবং ওপি সোনি পঞ্জাবের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন।
অমরিন্দর সিং বনাম নভজ্যোত সিং সিধুর দ্বৈরথ ঘিরে বিগত কয়েক মাস ধরেই উত্তাল হয়েছিল পঞ্জাবের রাজ্য রাজনীতি। একদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে সিধুকে বেছে নেওয়ায় বিরোধিতার সুর চড়িয়েছিলেন পঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, সেখানেই দায়িত্ব পাওয়ার পর সিধু ঘনিষ্ট বিধায়করা অমরিন্দরকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর জন্য শীর্ষ নেতৃত্বের কাছে দাবি জানান। লাগাতার বিয়াধকদের চাপের মুখে পড়েই শনিবার কংগ্রেসের পরিষদীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছিল।
#WATCH Congress leader Rahul Gandhi and Punjab Congress president Navjot Singh Sidhu congratulate Charanjit Singh Channi on becoming the new Punjab CM#Chandigarh pic.twitter.com/QSl0QY9jI8
— ANI (@ANI) September 20, 2021
তবে বৈঠক শুরুর আধ ঘণ্টা আগেই রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং। ইস্তফার কারণ হিসাবে তিনি বলেন, “সকালেই সোনিয়া গান্ধীকে(Sonia Gandhi) সমস্ত কথা জানিয়েছি। আমি অপমানিত বোধ করছিলাম। এত অপমান সহ্য করে দলে থাকা সম্ভব নয়। এই নিয়ে তিনবার অপমান করা হল। এই হেনস্থা সহ্য করে আমি দলে থাকতে পারব না।”
এরপরই নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে সুনীল জাকর, অম্বিকা সোনি, সুখজিন্দর সিং, তৃপ্ত রণজিৎ সিং বাজওয়া, প্রতাপ সিং বাজওয়া ও বিজয় ইন্দর শিংলার নাম উঠে আসে। তবে রবিবার বিকেলেই প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত প্রধান হরিশ রাওয়াত (Harish Rawat) নতুন মুখ্যমন্ত্রী হিসাবে চরণজিৎ সিং চন্নির নাম ঘোষণা করেন।
এ দিন সকাল ১১টায় চণ্ডীগঢ়ে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ৫৮ বছর বয়সী দলিত শিখ নেতা চরণজিৎ সিং চন্নি। পঞ্জাবের রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের উপস্থিতিতেই তিনি পঞ্জাবী ভাষায় শপথ নেন। করোনা সংক্রমণের কারণে সীমিত রাখা হয়েছিল অনুষ্ঠানের আকার। প্রথমে রাহুল গান্ধী আসবেন না শোনা গেলেও সকালেই জানা যায়, শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনিও অংশ নেবেন। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্জাব কংগ্রেসের প্রধান হরিশ রাওয়াত, প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু। আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মুখ্যমন্ত্রী হিসাবে চন্নিকে বেছে নেওয়ার অন্যতম কারণ হল দলিত ভোট। আগামী বছরই পঞ্জাবে বিধানসভা নির্বাচন রয়েছে। পঞ্জাবের জনসংখ্যার ৩১ শতাংশই দলিত। সেই কারণেই অমরিন্দরের বদলে একজন দলিত মুখকে সামনে রেখেই এগোতে চাইছে কংগ্রেস। সূত্রের খবর, তাঁর অধীনে যে দুজন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করা হবে, তাদের মধ্যে একজন হিন্দু ও অপরজন জাঠ শিখ সম্প্রদায়ের হবেন।