Free Train to Ayodhya: রাজ্যবাসীর জন্য বিনামূল্যে অযোধ্যার ট্রেনের ব্যবস্থা করবে এই সরকার

বিনামূল্যে ট্রেনে করে অযোধ্যা যাত্রার সুবিধা কেবলমাত্র ১৮ থেকে ৭৫ বছর বয়সিরা পাবেন। এর জন্য ছত্তীসগঢ় সরকারের কাছে আবেদন জানাতে হবে। তবে যাঁদের বয়স ৫৫ বছরের বেশি, তাঁরা পাবেন বিশেষ অগ্রাধিকার। বিনামূল্যে অযোধ্যার ট্রেনের বিষয়টি দেখবে ছত্তীসগঢ়ের পর্যটন দফতর।

Free Train to Ayodhya: রাজ্যবাসীর জন্য বিনামূল্যে অযোধ্যার ট্রেনের ব্যবস্থা করবে এই সরকার
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Jan 11, 2024 | 4:46 PM

রায়পুর: প্রধানমন্ত্রীর ঘোষণা মতো কাজ করল ছত্তীসগঢ়ের বিজেপি সরকার। সে রাজ্য থেকে যাঁরা অযোধ্যায় রামমন্দির দর্শন করতে যেতে চান তাঁদের জন্য বিনামূল্যে ট্রেন যাত্রার ব্যবস্থা করা হয়েছে। ১০ জানুয়ারি বুধবার ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সিংয়ের নেতৃত্বে হয়েছে মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরে এক বার বিনামূল্যে অযোধ্যা যাওয়া যাবে বলে জানানো হয়েছে। প্রতি বছর অন্তত ২০ হাজার জনকে এই পরিষেবার দেওয়ার কথা জানিয়েছে ছত্তীসগঢ়ের বিজেপি সরকার।

বিনামূল্যে ট্রেনে করে অযোধ্যা যাত্রার সুবিধা কেবলমাত্র ১৮ থেকে ৭৫ বছর বয়সিরা পাবেন। এর জন্য ছত্তীসগঢ় সরকারের কাছে আবেদন জানাতে হবে। তবে যাঁদের বয়স ৫৫ বছরের বেশি, তাঁরা পাবেন বিশেষ অগ্রাধিকার। বিনামূল্যে অযোধ্যার ট্রেনের বিষয়টি দেখবে ছত্তীসগঢ়ের পর্যটন দফতর। সে রাজ্যের প্রতিটি জেলায় এ নিয়ে একটি কমিটিও গঠন করা হবে। এ পরিষেবার জন্য আইআরসিটিসি-র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরও খুব শীঘ্রই করবে ছত্তীসগঢ় সরকার। সাপ্তাহিক ট্রেন চালুর বিষয়টি নিয়ে চুক্তি হবে বলে জানা গিয়েছে।

এই বিশেষ ট্রেন ছত্তীসগঢ়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে যাবে বলেও জানা গিয়েছে। রায়পুর, দুর্গ, রাইগড় এবং অম্বিকাপুর স্টেশন দিয়ে এই ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে। সেই ট্রেন যাতে বারাণসী হয়ে চালানো হয়, সে ব্যাপারেও কথা বার্তা হচ্ছে। বারাণসীতে এক রাত হল্ট করে অযোধ্যায় যাওয়ার বিষয়েও কথা চলছে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে বিনামূল্যে অযোধ্যা যাত্রার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রতিশ্রুতি পালন হল ছত্তীসগঢ় সরকারের ঘোষণায়।