VIDEO: দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করবেন মোদী, ২ ঘণ্টার রাস্তা যাওয়া যাবে ২০ মিনিটে

মুম্বইয়ে গড়ে ওঠা দেশের দীর্ঘতম সমুদ্র ব্রিজ অটল সেতুর দিয়ে যেতে পারবে না বাইক, অটো। কেবল মাত্র গাড়ি, ট্যাক্সি, হালকা যানবাহন, মিনিবাস যেতে পারবে। তবে ভারী গাড়ি, মালবাসী লরি এই ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারবে না। এই ব্রিজে গাড়ির সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে থাকতে হবে।

VIDEO: দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করবেন মোদী, ২ ঘণ্টার রাস্তা যাওয়া যাবে ২০ মিনিটে
দেশের দীর্ঘতম সমুদ্র সেতুImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 11, 2024 | 4:13 PM

মু্ম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার উদ্বোধন করবেন মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক। মুম্বই এবং নবি মুম্বইয়ের সংযোগকারী এই ব্রিজ দেশের দীর্ঘতম সমুদ্র ব্রিজ। এই ব্রিজের দৈর্ঘ্য ২১.৮ কিলোমিটার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নামে এই সেতুর নাম দেওয়া হয়েছে অটল সেতু। এটি তৈরি করতে খরচ হয়েছে ২১ হাজার ২০০ কোটি টাকা। মুম্বই থেকে নবি মুম্বইয়ের যে পথ যেতে ঘণ্টা দুয়েক সময় লাগত, এই ব্রিজ তৈরির জেরে সেই দূরত্ব যেতে সময় লাগবে মাত্র ১৫-২০ মিনিট। তবে এই ব্রিজে যানবাহন যাওয়া এবং তার গতির সংক্রান্ত বেশ কিছু নিয়ম তৈরি করা হয়েছে। আসুন এক নজরে দেখে নিই ব্রিজ সংক্রান্ত কিছু তথ্য।

মুম্বইয়ে গড়ে ওঠা দেশের দীর্ঘতম সমুদ্র ব্রিজ অটল সেতুর দিয়ে যেতে পারবে না বাইক, অটো। কেবল মাত্র গাড়ি, ট্যাক্সি, হালকা যানবাহন, মিনিবাস যেতে পারবে। তবে ভারী গাড়ি, মালবাসী লরি এই ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারবে না। এই ব্রিজে গাড়ির সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে থাকতে হবে। এ ছাড়াও ব্রিজের বিভিন্ন প্রান্তে যানের গতি ৪০ কিলোমিটারের মধ্যে থাকতে হবে। গাড়ির গতির নির্ধারিত মাত্রার সাইনবোর্ডও রয়েছে এই সেতুতে।

অটল সেতুতে রয়েছে ৬ লেনের রাস্তা। এই সেতুর মোট দৈর্ঘ্যের ১৬.৫ কিলোমিটার রয়েছে সমুদ্রের উপরে। এবং সাড়ে ৫ কিলোমিটার রয়েছে স্থলের উপরে। এই ব্রিজ তৈরি হওয়ায় মুম্বইবাসীর সময় এবং জ্বালানি খরচ- দুই বাঁচবে। তবে এই ব্রিজে যেতে হলে টোল দিতে হবে। এক দিকে যাত্রার জন্য ২৫০ টাকা টোল দিতে হবে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে টোলের এই অ্যামাউন্ট পরিবর্তিত হতে পারে। এবং দৈনন্দিন যাতায়াতের জন্য সুবিধা মিলতে পারে বলে মহারাষ্ট্র সরকার সূত্রে জানা যাচ্ছে।