Bizarre: হবু স্বামীর থেকে হাতিয়েছেন প্রায় ২ কোটি টাকা! বিয়ে ভাঙায় মহিলাকে বিরাট জরিমানা আদালতের
Breaching Marriage Contact: জানা গিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে জরিমানার মুখে পড়া ওই মহিলার নাম লিউ। ঝাং নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ের ঠিক হয়েছিল।
সাংহাই: বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের দিন কয়েক আগে বেঁকে বসেন পাত্রী। তিনি বিয়ে ভেঙে দেন। কিন্তু বিয়ে শুরুর আগে থেকেই হবু স্বামী ওই মহিলার প্রয়োজনীয় খরচা দিয়েছেন। আচমকা বিয়ে ভেঙে দেওয়ায় রীতিমতো অবাক তিনি। বাধ্য হয়ে তিনি দ্বারস্থ হন আদালতের। বিচারকের সামনে জানান বিয়ে আগে হবু স্ত্রীর জন্য কী কী খরচা করেছেন। ওই ব্যক্তি জানান তাঁর হবু স্ত্রীর আগের পক্ষের মেয়ের বিদেশে পড়াশোনার জন্য সমস্ত খরচ দিয়েছেন। সব শুনে চিনের সাংহাইয়ের একটি আদালত বিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা ওই মহিলাকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। ওই মহিলাকে ৮ লক্ষ ৭০ হাজার ইউয়ান ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৯৪ লক্ষ টাকা।
জানা গিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে জরিমানার মুখে পড়া ওই মহিলার নাম লিউ। ঝাং নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ের ঠিক হয়েছিল। লিউয়ের আগে বিয়ে হয়েছিল। আগের পক্ষের একটি মেয়ে ছিল। সেই মেয়ের বিদেশে পড়াশোনার খরচ দেওয়ার জন্য চুক্তি হয়েছিল ঝাঙের সঙ্গে। ২০১৫ সালে ডেটিং শুরু করেছিলেন ঝাং ও লিউ। তার পর বিয়ের চুক্তি মতো লিউয়ের মেয়ের ব্রিটেনে পড়াশোনা করার খরচ দিয়েছিলেন। প্রায় দুবছর এই খরচ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। ঝাং-এর দাবি তিনি প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছিলেন লিউয়ের মেয়ের পড়াশোনার জন্য। কিন্তু বিয়ের চুক্তি মতো সব কিছু করা সত্ত্বেও বিয়ে করতে অস্বীকার করেন লিউ। ২০১৮ সালে তিনি জানান, তাঁর বাবার আপত্তি রয়েছে। তাই ঝাংকে তিনি বিয়ে করতে পারবেন না।
এর পরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি। তিনি প্রতারণার অভিযোগ করেন লিউয়ের বিরুদ্ধে। তখন লিউ বিষয়টি নিয়ে সাংহাই আদালতে শুনানি চলে। শুনানির পর বিচারক লিউকে দোষী সাব্যস্ত করেন এবং সম্প্রতি তাঁকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ ঝাংকে দেওয়ার নির্দেশ দেন।