২৪x৭ যে কোনও সময় নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন: স্বাস্থ্য মন্ত্রী

সময় সীমা নিয়ে আর কোনও বাধ্য বাধকতে থাকল না। সুবিধা মতো যে কোনও সময় হাসপাতালে গিয়ে ভ্যাকসিন (Covid Vaccine) নিতে পারবেন সাধারণ মানুষ।

২৪x৭ যে কোনও সময় নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন: স্বাস্থ্য মন্ত্রী
টুইটারে জানালেন হর্ষ বর্ধন
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2021 | 5:38 PM

নয়া দিল্লি: দেশ জুড়ে ভ্যাকসিন (Covid Vaccine) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আগেই। স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির কোভিড যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার পর এবার শুরু হয়েছে দ্বিতীয় ধাপের ভ্যাকসিন প্রক্রিয়া। দ্বিতীয় ধাপে বেসরকারি হাসপাতাল থেকেও ভ্যাকসিন নিতে পারবেন সাধারণ মানুষ। দ্র্রুত যাতে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে রোগ-প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তার জন্য এবার ভ্যাকসিন প্রক্রিয়া থেকে সময়ের বাধ্য বাধকতা তুলে দিল কেন্দ্র। বুধবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) হর্ষ বর্ধন (Harsh Vardhan) জানিয়েছেন এবার থেকে দিন-রাত যখন খুশি ভ্যাকসিন নেওয়া যাবে।

বুধবার টুইটারে একথা জানিয়েছেন হর্ষ বর্ধন। তিনি লিখেছেন, ভ্যাকসিন প্রক্রিয়া থেকে সময়ের বিধি তুলে দিল কেন্দ্র। ২৪x৭ যে কোনও সময় মানুষ তাঁদের সুবিধা মত ভ্যাকসিন নিতে পারবেন। প্রধানমন্ত্রী একদিকে মানুষের স্বাস্থ্য মূল্য বোঝেন, অন্যদিকে সময়েরও দাম দেন, এমনটাও উল্লেখ করেছেন মন্ত্রী।

এর আগে সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত করোনা টীকা নেওয়ার সময় নির্ধারণ করে দিয়েছিল কেন্দ্র। মঙ্গলবারই এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, কোনও হাসপাতাল যদি ওই সময়ের বাইরে টীকাকরণ প্রক্রিয়া চালাতে চান, তাহলে চালাতে পারেন। এ ব্যাপারে আর কোনও বাধা নেই।

কো-উইন অ্যাপ থেকেও এই সময়সীমা তুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি দুই হাসপাতালকেই জানানো হয়েছে। ১ মার্চ থেকে দ্বিতীয় দফার ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ৬০ বছরের বেশি বয়স্কদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এছাড়া ৪৫ বছরের উর্ধ্বে যাদের কো-মর্বিডিটি আছে এমন ব্যাক্তিদেরও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই ভ্যাকসিন নিয়েছেন।

আরও পড়ুন: করোনার প্রতিষেধক নিয়ে পেলের বার্তা, ‘অতিমারি এখনও শেষ হয়নি’

স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, বুধবার সকাল ৭ টা পর্যন্ত ১ কোটি ৫৬ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। ৬০ বছরের বেশি বয়স্ক ৫ লক্ষ ২২ হাজার ৪৫৮ জন ভ্যাকসিন পেয়েছেন। ৪৫ বছরের বেশি বয়স্ক কো-মর্বিডিটি রয়েছে এমন ৭১ হাজার ৮৯৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।