Coal Smuggling Case: দিল্লি গিয়েই হাজিরা দিতে হবে রুজিরাকে, স্পষ্ট করে দিল আদালত

Rujira Banerjee: ভবানীপুরে প্রেস্টিজ ফাইটের দিনই দিল্লি কোর্টে হাজিরা দেওয়ার জন্য রুজিরাকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু হাজিরা এড়িয়ে যান রুজিরা।

Coal Smuggling Case: দিল্লি গিয়েই হাজিরা দিতে হবে রুজিরাকে, স্পষ্ট করে দিল আদালত
দিল্লি গিয়ে হাজিরা দিতে হবে না রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2021 | 2:33 PM

নয়া দিল্লি: কয়লা দুনীতি মামলায় নয়া মোড়। ভিডিয়ো কনফরেন্সের মাধ্যমে নয়, তৃণমূলের সর্বভারতী সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) হাজিরা দিতে হবে সশরীরে। জানিয়ে দিল দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট। সেক্ষেত্রে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার চাপ বাড়ল বলেই মনে করছে অভিজ্ঞ মহল। রুজিরার আইনজীবী জানিয়েছেন, পরবর্তী শুনানি আগামী ১২ অক্টোবর দুপুর ২টোয় আদালতে হাজিরা দেবেন তাঁর মক্কেল। ভবানীপুরে প্রেস্টিজ ফাইটের দিনই দিল্লি কোর্টে হাজিরা দেওয়ার জন্য রুজিরাকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু হাজিরা এড়িয়ে যান রুজিরা।

কয়লাকাণ্ডে সবার প্রথম সেপ্টেম্বর মাসেই সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই ডাকে অভিষেক সাড়া দেন। তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন। কিন্তু যাননি রুজিরা। তিনি পালটা চিঠি দিয়ে ইডি-র আধিকারিকদের নিজের বাসভবনে ডেকে পাঠান। কারণ হিসেবে উল্লেখ করেন, তিনি দুই সন্তানের মা। কোভিড পরিস্থিতিতে একা দিল্লি যাওয়া তাঁর পক্ষে সম্ভব না। সেই কারণে যেন কলকাতার দফতর থেকে আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে যা প্রশ্ন করার সেটা করেন।

রুজিরার এই আমন্ত্রণে সাড়া দেয়নি আর্থিক তছরূপের তদন্ত করা এই কেন্দ্রীয় সংস্থা। জানা যায়, অভিষেককে আরও কয়েকবার তলব করা হয়েছিল। কিন্তু তিনি সাড়া দেননি। এই মর্মে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। চিফ মেট্রোপলিটান আদালতের বিচারক রুজিরাকে সমন পাঠান। একাধিক তলব সত্ত্বেও রুজিরা হাজিরা এড়িয়ে যাচ্ছেন, ইডি-র এই অভিযোগের প্রেক্ষিতেই এই সমন পাঠানো হয়।

দিল্লি হাইকোর্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় জানান, ইডি আধিকারিকরা চাইলে তাঁকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারেন। প্রয়োজনে গ্রেফতারও করতে পারেন। কিন্তু যেটাই করা হয়, সেটা যেন কলকাতাতেই হয়।

দিল্লি তলব থেকে যাতে রেহাই মেলে, তার জন্য আবেদন করেন রুজিরা। আইন মেনে কলকাতাতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করুক ইডি। এই আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের অভিষেক-রুজিরা।

এর আগে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। তারপর ৪৮ ঘণ্টা যেতে না যেতে ফের সমন পাঠানো হয়েছিল অভিষেককে। কিন্তু দিল্লিতে একবারও যাননি রুজিরা।

একাধিকবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ইডি কর্তারা প্রথম থেকেই চাইছেন, যাতে সশরীরে হাজিরা দেন রুজিরা। এইভাবে ভার্চুয়ালি হাজিরায় আপত্তি হয়েছে ইডি আধিকারিকদের। রুজিরা সশরীরে আদালতে না এলে, ইডি আরও বড় আইনি পদক্ষেপ নিতে পারে বলে মনে করছিলেন আইনজ্ঞরা। কিন্তু তার আগেই দিল্লি আদালত স্পষ্ট করে দেয়, সশরীরেই হাজিরা দিতে হবে রুজিরাকে।

আরও পড়ুন: Bhawanipore By-Election: ভবানীপুরে ভোটের ‘ভাঁড়ে মা ভবানী’! ভোটারদের এগিয়ে আসার আবেদন করে টুইট ফিরহাদ-সুব্রতদের

আরও পড়ুন: Bhabanipur By-Election: ‘সাদা পোশাকে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে!’ কমিশনে নালিশ অর্জুনের