Parliament: তাওয়াং ইস্যুতে উত্তাল দুই কক্ষ, কংগ্রেসের সঙ্গে রাজ্যসভা ওয়াকআউট তৃণমূলের
কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসও যৌথভাবে ওয়াক আউট করে সংসদের উচ্চকক্ষ থেকে। বিরোধীদের বিক্ষোভ নিয়ে উষ্মা প্রকাশ করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।
নয়া দিল্লি: সপ্তাহের শুরুতেই ফের উত্তাল সংসদ। অধিবেশন শুরু হতেই তাওয়াং ইস্যুতে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। বিরোধীদের হই-হট্টগোলের জেরে ভেস্তে যায় অধিবেশন। কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসও যৌথভাবে ওয়াক আউট করে সংসদের উচ্চকক্ষ থেকে। বিরোধীদের বিক্ষোভ নিয়ে উষ্মা প্রকাশ করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তবে তাওয়াং ইস্যুতে এদিন উত্তাল হয় লোকসভাও।
- নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ও রাজনৈতিক স্থিতাবস্থা বজায় রয়েছে বলে লোকসভায় দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি।লোকসভায় তাওয়াং ইস্যুতে মুলতুবি প্রস্তাব দেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
- চিন ও অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত ইস্যুর জেরে লোকসভা মুলতুবির নোটিস দেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। তাওয়াং সীমান্তে বর্তমান পরিস্থিতি কী, ভারত-চিন দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিস্থিতি কী হবে, তা নিয়ে আলোচনা চায় কংগ্রেস। বারবার কেন চিন হামলা চালাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন মণীশ তিওয়ারি।
- বিরোধীদের হই-হট্টগোলে অধিবেশন ব্যাহত হওয়ায় এ দিন ক্ষোভ প্রকাশ করেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনকড়। তিনি বলেন, হই-হট্টগোলের জেরে এখনও পর্যন্ত ১০০ মিনিট নষ্ট হয়েছে বলে বিরোধীদের তিরস্কার করেন তিনি।
- কংগ্রেস সাংসদরা রাজ্যসভা ওয়াক আউট করে। কংগ্রেসের সঙ্গে তৃণমূল-সহ অন্যান্য বিরোধীরাও ওয়াকআউট করে রাজ্যসভা।
- তাওয়াং ইস্যু নিয়ে ‘সাসপেনশন অফ বিজনেস’ নোটিশ দেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি, সঈদ নাসির হুসেন, জেবি মাথের, রঞ্জিত রঞ্জন এবং ডা. আমনি ইয়াজনিক। যা নিয়ে তুমুল হই-হট্টগোল শুরু হয় রাজ্যসভায়।
- রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে ক্ষোভের সঙ্গে প্রশ্ন তোলেন, “চিন আমাদের জমি দখল করে নিচ্ছে। যদি এখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা না করি তাহলে কী আলোচনা করা উচিত? আমরা রাজ্যসভায় এই বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।”
- এ দিন মূলত তাওয়াং সীমান্ত নিয়ে আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিস দেয় কংগ্রেস। কিন্তু, সরকার পক্ষ এদিন এই বিষয়ে আলোচনা করতে চায়নি। এরপরই সরব হন বিরোধীরা।