Mubashir Azad Joins BJP: ‘যেভাবে জেঠুকে অপমান করা হয়েছে…’, বিজেপিতে নাম লিখিয়েই বিস্ফোরক আজাদের ভাইপো

Mubashir Azad Joins BJP: বিজেপিতে যোগ দেওয়ার পরই মুবাসির বলেন, "যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নের কাজ চলছে, সেখানেই কংগ্রেস অন্তর্দ্বন্দ্বের সঙ্গেই বিবাহিত..."।

Mubashir Azad Joins BJP: 'যেভাবে জেঠুকে অপমান করা হয়েছে...', বিজেপিতে নাম লিখিয়েই বিস্ফোরক আজাদের ভাইপো
বিজেপিতে যোগ দিলেন গুলাম নবি আজাদের ভাইপো। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2022 | 9:57 AM

নয়া দিল্লি: পাঁচ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন, তিন রাজ্যে ভোট পর্ব সাঙ্গ হলেও, এখনও দুই রাজ্য়ে কয়েক দফা ভোটগ্রহণ বাকি। বিধানসভা নির্বাচন শুরুর আগেই একাধিক রাজ্যে ধাক্কা খেয়েছিল কংগ্রেস (Congress), দল ছেড়েছিলেন একাধিক ছোট-বড় নেতা। এবার নির্বাচনের মাঝেও ফের এক নেতা দল ছাড়লেন। রবিবারই কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ(Ghulam Nabi Azad)-র ভাইপো মুবাসির আজাদ (Mubashir Azad)। বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসাবে তিনি জানান, শুধু কেন্দ্রেই নয়, রাজ্য, জেলা থেকে শুরু করে একেবারে তৃণমূল স্তরে যে উন্নয়ন কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই কাজে প্রভাবিত হয়েই তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। একইসঙ্গে কংগ্রেসে যে বিক্ষুব্ধ নেতা গুলাম নবি আজাদকে যথাযোগ্য সম্মান দেওয়া হয় না, সেই দাবিও করেন তিনি।

প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের ছোট ভাই লিয়াকত আলির ছেলে মুবাসির আজাদ। কংগ্রেসের বিক্ষুদ্ধ নেতাদের দল, যা জি-২৩ নামে পরিচিত, তার অন্যতম নেতা হলেন গুলাম নবি আজাদ। তিনি একাধিকবার কংগ্রেসের সংগঠন নিয়ে প্রশ্নও তুলেছেন। এবার মুবাসিরও বিজেপিতে যোগ দিয়েই কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুললেন। তিনি বলেন, “কংগ্রেসের নেতৃত্বরা গুলাম নবি আজাদকে অপমান করেছেন। শীর্ষ নেতৃত্বের এ হেন আচরণেই আঘাত পেয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিই।”

তবে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি গুলাম নবি আজাদের সঙ্গে আলোচনা করেননি বলেই জানান। রবিবার তাঁকে দলে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দর রায়না সহ একাধিক শীর্ষ নেতৃত্বরা। মুবাসিরের বিজেপিতে যোগদান কাশ্মীরে বিজেপির সংগঠনের ‘মোড়’ ঘুরিয়ে দেবে বলেই দাবি করেন রবীন্দর। তিনি জানান, দোদা, কিশ্তৌর ও রামদান জেলার যুব প্রজন্মও এবার বিজেপিতে যোগ দেওয়ার জন্য এগিয়ে আসবে বলে তিনি জানান।

বিজেপিতে যোগ দেওয়ার পরই মুবাসির বলেন, “যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নের কাজ চলছে, সেখানেই কংগ্রেস অন্তর্দ্বন্দ্বের সঙ্গেই বিবাহিত…”। বিক্ষুব্ধদের দলে গুলাম নবি আজাদের নাম লেখানোর প্রসঙ্গে তিনি বলেন, “যেভাবে কংগ্রেস প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের অন্যতম প্রভাবশালী নেতা গুলাম নবি আজাদের অপমান করেছে, তাতে সাধারণ মানুষের মনেও আঘাত লেগেছে। প্রধানমন্ত্রীও ওনার কাজের প্রশংসা করেছেন, কিন্তু দলেই তাঁকে কোণঠাসা করে রাখা হয়েছে।”

উল্লেখ্য, আজাদ পরিবার থেকে শুধু মুবাসিরই নয়, এর আগে ২০০৯ সালে গুলাম নবি আজাদের ভাই গুলাম আলিও বিজেপিতে যোগ দিয়েছিলেন। রাজ্যসভা থেকে গুলাম নবি আজাদ যখন অবসর নিয়েছিলেন, সেই সময় কেঁদে ফেলেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই সময়ও গুলাম নবি আজাদের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে এখনও অবধি কংগ্রেসেই রয়ে গিয়েছেন প্রবীণ নেতা।

আরও পড়ুন: India Abstained from UN Vote: রাশিয়া-ইউক্রেনের আলোচনার সিদ্ধান্তকে স্বাগত, ভোট থেকে দূরেই থাকল ‘অতি সাবধানী’ ভারত