Navjot Singh Sidhu: আয়ুর্বেদের কৃপায় ফোর্থ স্টেজের ক্যানসারও নিরাময়? সিধুর দাবি ঘিরে তুমুল হইচই

Cancer: সিধুর দাবি, ৪-৫ মাস সেই আয়ুর্বেদিক ডায়েট মেনে চলার ফল অভূতপূর্ব। তাঁর স্ত্রীর অপারেশন সফল হয়েছে। তিনি এখন পুরোপুরি সুস্থ। এখানে আয়ুর্বেদিকের কী ভূমিকা? সিধুর দাবি, আয়ুর্বেদিক ডায়েট নেওয়ার ফলেই তাঁর স্ত্রীর শরীরে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।

Navjot Singh Sidhu: আয়ুর্বেদের কৃপায় ফোর্থ স্টেজের ক্যানসারও নিরাময়? সিধুর দাবি ঘিরে তুমুল হইচই
স্ত্রীর সঙ্গে নভজ্যোত সিং সিধু। Image Credit source: X
Follow Us:
| Updated on: Nov 28, 2024 | 3:29 PM

নয়া দিল্লি: “আমার স্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ফোর্থ স্টেজ ক্যান্সার থেকে সরে উঠেছে। আর সেটা উন্নত চিকিত্‍সার জন্য হয়নি। হয়েছে আর্য়ুবেদের জাদুতে। আর চিকিত্‍সকদের তৈরি করে দেওয়া ডায়েট প্ল্যানে”, এমনটাই দাবি নভজ্যোত সিং সিধুর। তাঁর এই দাবি ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে।

তিনদিন আগে সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সেখানেই সিধু দাবি করেন, তাঁর স্ত্রীর চিকিৎসা করতে আমেরিকা থেকে ক্যানসার বিশেষজ্ঞকে উড়িয়ে আনা হয়েছিল। দেশের সেরা হাসপাতালগুলোর চিকিত্‍সকদের পরামর্শ নেওয়া হয়েছিল। কেউই আশা দিতে পারেননি। বলা হয়েছিল, ফোর্থ স্টেজ ক্যানসারে চিকিত্‍সকদের পক্ষে খুব একটা কিছু করা সম্ভব নয়। অপারেশন হলে বাঁচার চান্স মাত্র ৩ শতাংশ। তখনই সিধু আয়ুর্বেদিক চিকিত্‍সকদেরও পরামর্শ নিয়েছিলেন। তাঁরা বলে দেন, চিকিত্‍সা যেমন হচ্ছে হোক। অপারেশনও হোক। তবে আয়ুর্বেদিক চিকিত্‍সা ও ডায়েট মেনে চললে ফোর্থ স্টেজ ক্যান্সারকেও হারানো সম্ভব।

সিধুর দাবি, ৪-৫ মাস সেই আয়ুর্বেদিক ডায়েট মেনে চলার ফল অভূতপূর্ব। তাঁর স্ত্রীর অপারেশন সফল হয়েছে। তিনি এখন পুরোপুরি সুস্থ। এখানে আয়ুর্বেদিকের কী ভূমিকা? সিধুর দাবি, আয়ুর্বেদিক ডায়েট নেওয়ার ফলেই তাঁর স্ত্রীর শরীরে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। অপারেশনের সময় ডাক্তারদের কাজটা তাই সহজ হয়ে যায়।

কংগ্রেস নেতার দাবি, তাঁর স্ত্রী যে ডায়েট ফলো করেছেন, বা করছেন, সেটা মেনে চললেও ক্যানসার সারতে পারে। আর খুব সামান্য খরচ করেই সেই ডায়েট মেনে চলা সম্ভব। যদি দেশজুড়ে ক্যানসার বিশেষজ্ঞরা এই দাবি মানতে নারাজ। তাঁদের দাবি, ডায়েটে কখনও ক্যানসার সারতে পারে না এবং সিধুর স্ত্রীর ক্ষেত্রেও সারেনি। তিনি অপারেশনের পরই সুস্থ হয়েছেন। মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে সিধুর বিরুদ্ধে মামলা ঠোকারও হুঁশিয়ারি দিয়েছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ অঙ্কোলজির মতো সংগঠন।

যদিও সিধু এখনও অনড়। তাঁর দাবি, আয়ুর্বেদ ডায়েট অসাধ্যসাধন করতে পারে। ক্যানসার সারাতে পারে। আরও অনেক অসুখে এই ডায়েট প্ল্যান ম্যাজিক দেখাতে পারে বলেও দাবি তাঁর।