Sonia Gandhi: প্রথমবার ইডির মুখোমুখি হবেন সনিয়া গান্ধী, দেশজুড়ে প্রতিবাদে পথে নামবে কংগ্রেস

National Herald Case: কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ তিনি দিল্লির আকবর রোডে কংগ্রেসের সদর কার্যালয় থেকে ইডি দফতরের উদ্দেশে রওনা দেবেন।

Sonia Gandhi: প্রথমবার ইডির মুখোমুখি হবেন সনিয়া গান্ধী, দেশজুড়ে প্রতিবাদে পথে নামবে কংগ্রেস
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2022 | 8:37 AM

নয়া দিল্লি: দীর্ঘ টালবাহানার পর আজ ইডি দফতরে হাজিরা দেবেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। এর আগে সনিয়া-পুত্র রাহুল গান্ধীকেও একই মামলায় একাধিকবার ঘণ্টার পর ঘণ্টা জেরা করেছে ইডি। আজ সনিয়া গান্ধীর পালা। এদিকে, দলনেত্রীকে ইডির তলবের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে পথে নামার পরিকল্পনা করেছে কংগ্রেস সমর্থকরা।

গত জুন মাসের শেষভাগে ইডির তরফে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কংগ্রেস নেত্রীকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু হাজিরার কয়েকদিন আগেই তিনি করোনা আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালেও ভর্তি করাতে হয়েছিল। সেই সময়ই ইডির কাছে চিঠি লিখে হাজিরার জন্য অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল। ইডি ২১ জুলাই হাজিরার দিন ধার্য করে। উল্লেখ্য, এই প্রথম কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখোমুখি হবেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ তিনি দিল্লির আকবর রোডে কংগ্রেসের সদর কার্যালয় থেকে ইডি দফতরের উদ্দেশে রওনা দেবেন। তাঁর সঙ্গে কংগ্রেসের একাধিক শীর্ষ নেতাও থাকতে পারেন। অশোক গেহলট ও পবন খেরা সাংবাদিকদের মুখোমুখি হবেন সেই সময়ে।

এদিকে, দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ দেখানোর পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। গতকাল রাতেই কংগ্রেস নেতা তথা সংসদে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বসা বৈঠকে শীর্ষ নেতারা বিক্ষোভ কর্মসূচি স্থির করেন। জানা গিয়েছে, বিরোধীদের কন্ঠরোধ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগ নিয়েই পথে নামবেন কংগ্রেস কর্মীরা। সংসদেও মূল্য়বৃদ্ধি, জিএসটি বৃদ্ধির পাশাপাশি এই ইস্যু নিয়ে বিক্ষোভ দেখানো হবে।

এই বিষয়ে কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, “বৈঠকে উপস্থিত সকল নেতাই বিরোধীদের কন্ঠরোধে কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। কংগ্রেস সনিয়া গান্ধীর পাশেই একজোট হয়ে দাঁড়াবে।”

সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও তলব করা হয়েছিল। পাঁচদিনে মোট ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জেরা করা হয়েছিল। সেই সময়ও প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেস।